CWG 2022: বিয়ের পর স্ত্রীকে ছেড়ে কাটিয়েছেন এক বছর, 'বেটার হাফ'কেই পদক উৎসর্গ পূজারির
Gururaja Pujary: ত্যাগ আর পরিশ্রমের পুরস্কারও পেলেন গুরুরাজা পূজারি (Gururaja Pujary)। কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন।
বার্মিংহাম: বিয়ে করেছেন সবে এক বছর হয়েছে। তবে লক্ষ্য যে দেশকে গর্বের মুহূর্ত উপহার দেওয়া। আন্তর্জাতিক মঞ্চে তেরঙা ওড়ানো। তাই গুছিয়ে সংসার করতে পারেননি। এমনকী, নববধূকে ছেড়েই কাটিয়ে দিতে হয়েছে প্রায় এক বছর। নিজেকে নিরলস সাধনায় ডুবিয়ে রেখেছিলেন।
ত্যাগ আর পরিশ্রমের পুরস্কারও পেলেন গুরুরাজা পূজারি (Gururaja Pujary)। কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন। টানা দুই কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) পদক। সাফল্যের পর পূজারি পদক উৎসর্গ করলেন স্ত্রীকে। কমনওয়েলথ গেমসের সম্প্রচারকারী চ্যানেলে পূজারি বললেন, 'আমি খুব খুশি। ৫৬ কেজি বিভাগে নেমেছিলাম ২০১৮ সালে। এখানে ওজন বাড়িয়ে নেমেছিলাম। এর আগে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ৬১ কেজি বিভাগে ভারতের কেউ পদক পায়নি। পদকের জন্যই লড়াই করব ভেবেছিলাম। এই সাফল্য স্ত্রীকে উৎসর্গ করতে চাই। এক বছর আগে বিয়ে হয়েছে। এক বছর আমাকে ছেড়ে থাকছে ও। পরিশ্রমের পুরস্কার পেলাম।'
পূজারি যোগ করেছেন, 'এক মাস আগে বার্মিংহামে এসেছিলাম। সব সুযোগ সুবিধা পেয়েছি। টপ প্রকল্প ও সাইকে (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) ধন্যবাদ। আমার কোচ শর্মা স্যার বলেছিলেন, ওজন তুলতেই হবে। তাহলেই পদক পাবে। সমস্ত শক্তি প্রয়োগ করে লিফট করেছি। বদ্ধপরিকর ছিলাম।'
পরপর দু'বার
পুরুষদের ভারোত্তোলনে ৬১ কেজি বিভাগে মোট ২৬৯ কেজি ওজন তোলেন পূজারি। স্ন্যাচে ১১৮ কেজি এবং ক্লিন ও জার্কে ১৫১ কেজি ওজন তোলেন তিনি। এই নিয়ে পরপর দুই কমনওয়েলথ গেমসে পদক জিতলেন গুরুরাজা। এর আগে ২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও পদক জিতেছিলেন তিনি।
মালয়েশিয়ার আজনিল বিন বিদিন মহম্মদ (Aznil Bin Bidin Muhamad) ২৮৫ কেজি ওজন তুলে সোনা জিতেছেন। যেটা কমনওয়েলথে রেকর্ড। পাপুয়া নিউগিনির মোরিয়া বারু ২৭৩ কেজি ওজন তুলে রুপো জিতেছেন।
আরও পড়ুন: ছেলের সাফল্যে চায়ের দোকান ১ ঘণ্টা বন্ধ রাখলেন গর্বিত বাবা, কাকে পদক উৎসর্গ করলেন সঙ্কেত?