Vinesh Phogat: পরপর দুই জয়, কুস্তিতে আরও সোনার স্বপ্ন দেখাচ্ছেন ভিনেশ
CWG 2022: কুস্তি থেকে আরও একটি পদক নিশ্চিত করে ফেললেন। এবার ফাইনালে সোনা জয়ের লক্ষ্য নিয়ে নামবেন ভিনেশ।
বার্মিংহাম: ভারোত্তোলনের পর কুস্তি। ভারতকে ফের এক ঝাঁক পদকের স্বপ্ন দেখাচ্ছেন পালোয়ানরা। ভারোত্তোলন থেকে দশটি পদক এসেছিল ভারতের ঝুলিতে। কুস্তিতে (CWG Boxing) শুক্রবারই এসেছিল ৬ পদক। আরও পদকের স্বপ্ন দেখাচ্ছেন পালোয়ানরা।
শনিবার মহিলাদের ৫৩ কেজি ফ্রি স্টাইল নর্ডিক বিভাগের প্রথম ম্যাচে সহজ জয় পেলেন ভারতের ভিনেশ ফোগত (Vinesh Phogat)। কানাডার সামান্থা স্টুয়ার্টকে দাঁড়াতেই দেননি তিনি। সহজ জয় পান।
শনিবারই সেমিফাইনালে নাইজিরিয়ার আদেকুয়োরোয়ির মুখোমুখি হয়েছিলেন ভিনেশ। সেই ম্যাচেও চলল ভিনেশের দাপট। ভারতীয় পালোয়ানের কুস্তির প্যাঁচে ধরাশায়ী প্রতিপক্ষ। ৬-০ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেলেন ভিনেশ। সেই সঙ্গে কুস্তি থেকে আরও একটি পদক নিশ্চিত করে ফেললেন। এবার ফাইনালে সোনা জয়ের লক্ষ্য নিয়ে নামবেন তিনি।
বক্সিং ফাইনালে
কমনওয়েলথ গেমসের (CWG 2022) বক্সিংয়ে মহিলাদের মিনিমামওয়েট (৪৫-৪৮ কেজি) বিভাগের সেমিফাইনালে কানাডার প্রিয়ঙ্কা ধিলঁর মুখোমুখি হয়েছিলেন ভারতের নীতু (Nitu)। ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেলেন তিনি। সেই সঙ্গে বক্সিংয়ে একটি পদক নিশ্চিত করে ফেললেন।
শাপমোচন
অগাস্ট মাসের ৫ তারিখ। দিনটি যেন গত এক বছর ধরে তাড়া করে বেড়াত দীপক পুনিয়াকে (Deepak Punia)। ভারতের পালোয়ান গত বছর ৫ অগাস্টই একটুর জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছিলেন। তাও অলিম্পিক্সের মতো বড় মঞ্চে। ব্রোঞ্জের ম্যাচে হেরে গিয়েছিলেন তিনি।
সেই ৫ অগাস্টই কমনওয়েলথ গেমস থেকে সোনা জিতলেন দীপক। তাও পাকিস্তানের মহম্মদ ইনাম বাটকে হারিয়ে। যিনি দুবারের সোনাজয়ী। ২০১০ ও ২০১৮ সালে সোনা জিতেছিলেন। সেই ইনামকে হারিয়েও সোনা জিতেছেন দীপক। পদক জিতে যিনি জানিয়েছেন, ম্যাচের আগে স্নায়ুর চাপে ভুগছিলেন।
কেন?
'আমি খুব উল্লসিত। নিজের খেলায় মনঃসংযোগ করে সফল হয়েছি। যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল, আমার কাছে ছিল খুব গর্বের মুহূর্ত। তবে আমি স্নায়ুর চাপে ভুগছিলাম। কারণ দিনটি ছিল ৫ অগাস্ট। এই দিনই অলিম্পিক্সে আমি ব্রোঞ্জের ম্যাচে হেরে গিয়েছিলাম', বলেছেন দীপক।
দীপকের দাপট
প্রতিপক্ষের ঝুলিতে যে শুধু কমনওয়েলথ গেমসে (CWG 2022) দুটি সোনা রয়েছে তাই নয়, তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। আর ফাইনালে যদি পাকিস্তানের প্রতিপক্ষ হয়, তাহলে যে কোনও ভারতীয় অ্যাথলিটের বাড়তি অ্যাড্রিনালিন ক্ষয় হতে বাধ্য।
দীপক পুনিয়াও অন্যথা নন। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে পাকিস্তানের ইনাম বাটকে অবশ্য তিনি লড়াই করতেই দিলেন না। পাক প্রতিপক্ষকে ৩-০ হারিয়ে সোনা জিতলেন দীপক পুনিয়া। কমনওয়েলথ গেমসে ভারতের নবম সোনার পদক এল দীপক পুনিয়ার হাত ধরে।
আরও পড়ুন: পদক নিশ্চিত করার হাতছানি, সেমিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের