D Gukesh: '১১ বছর আগে...' বিশ্বচ্যাম্পিয়ন হয়েই গুকেশের মুখে বিশ্বনাথন আনন্দের নাম
FIDE World Chess Championship 2024: ম্যাচের ৫৩তম চালে বড় ভুল করেন চিনের দাবাড়ু ডিং লিরেন। শেষ পর্যন্ত গুকেশের চাপের কাছে নতিস্বীকার করেন তিনি। ম্যাচের ফল দাঁড়ায় গুকেশের পক্ষে ৭.৫-৬.৫।
সিঙ্গাপুর: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বরের তারিখটা ভারতীয় ক্রীড়াজগতের জন্য় চিরস্মরণীয় হয়ে থাকল। এক হাড্ডাহাড্ডি ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন (FIDE World Chess Championship 2024) হলেন ডি গুকেশ (D Gukesh)। মাত্র ১৮ বছর বয়সে, কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন গুকেশ। বিশ্বনাথন আনন্দের (Viswanathan Anand) পর আবারও এক বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত।
আক্ষরিক অর্থেই গুকেশের স্বপ্নপূরণ হল। সম্প্রতি গুকেশের ছোটবেলার এক ভিডিও ভাইরাল হয়েছে যে তাঁর লক্ষ্য কী জানতে চাওয়ায় গুকেশ বলেন তিনি বিশ্বচ্যাম্পিয়ন হতে চান। সেই স্বপ্ন আজ সত্যি। পাঁচ বারের চ্যাম্পিয়ন আনন্দের পর গুকেশই দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন। খেতাব জয়ের পর তাঁর মুখে সেই আনন্দেরই এক ম্যাচের স্মৃতিচারণা শোনা গেল। ২০১৩ সালে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে আনন্দের সেই ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বলেন, '১১ বছর আগে ভারতের হাত থেকে বিশ্বচ্যাম্পিয়নশিপটা কেড়ে নেওয়া হয়েছিল। ২০১৩ সালে সেই ম্য়াচ দেখতে আমি স্ট্যান্ডে ছিলাম। তখন মনে হয়েছিল ওই বক্সে যদি থাকতে পারতাম, তাহলে ব্যাপারটা বেশ ভাল হত।'
বৃহস্পতিবারের আগে পর্যন্ত গুকেশ ও ডিং - দুজনেরই ঝুলিতে ছিল ৬.৫ পয়েন্ট করে। ১৩ গেমের পর। ১৪তম গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলার সুযোগ পেয়েছিলেন ডিং। যিনি খেতাবরক্ষার লড়াইয়ে নেমেছিলেন। একটা সময় পর্যন্ত মনে করা হচ্ছিল যে, ড্রয়েই সন্তুষ্ট থাকবেন ডিং। কিন্তু ৫৩তম চালে বড় ভুল করেন চিনের দাবাড়ু। শেষ পর্যন্ত গুকেশের চাপের কাছে নতিস্বীকার করেন তিনি। ম্যাচের ফল দাঁড়ায় গুকেশের পক্ষে ৭.৫-৬.৫। ক্লাসিকাল দাবায় ১৮তম বিশ্বচ্যাম্পিয়ন হলেন গুকেশ।
ডিং ৫৩তম চালে ভুল করার পর আবেগ গোপন করতে পারেননি গুকেশ। তিনি জলপানের বিরতি নেন। মুখে ততক্ষণে হাসি। তিনি বুঝেই গিয়েছিলেন যে, তাঁর মাথায় মুকুট ওঠা স্রেফ সময়ের অপেক্ষা। তাঁর গাল বেয়ে চুঁইয়ে পড়ছিল জল। আনন্দাশ্রু। ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন ডিং। নিজের আবেগঘন সেলিব্রেশন সম্পর্কে গুকেশকে বলতে শোনা যায়, 'আমি ১০ বছর ধরে এই মুহূর্তটার স্বপ্ন দেখেছি। সত্যি বলতে জিতব বলে আশা ছিল না, তাই একটু আবেগঘন হয়ে পড়েছিলাম। তবে তারপরেই জয়ের জন্য ঝাঁপানোর সুযোগ আসে।'
নিঃসন্দেহে গুকেশের এই সাফল্য যে ভারতীয় ক্রীড়াজগতের এক উজ্জ্বলতম দিন, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পরাজিত হওয়ার কথা নয়, দুর্ভাগ্যের শিকার দল, ওড়িশার বিরুদ্ধে হেরে ইস্টবেঙ্গল কোচের হাহুতাশ