ডেল স্টেইন আগের মত ভয়ঙ্কর নয়: হরভজন সিংহ
নয়াদিল্লি: বর্তমান ডেল স্টেইন আগের ছায়া মাত্র। ভারতের কাছে তিনি ভয়ঙ্কর প্রমাণিত হবেন না। এমনটাই মনে করেন প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিংহ।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একান্ত সাক্ষাতকারে হরভজন জানান, গত ১০ বছরে ডেল স্টেইন নিঃসন্দেহে বিশ্বের সেরা ফাস্ট বোলার ছিলেন। কিন্তু, এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা অত্যন্ত কঠিন।
‘টার্বুনেটর’-এর মতে, জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি টেস্টে তিনি কী করলেন, তা দিয়ে এটা বলা যাবে না যে তিনি একই পারফরম্যান্স ভারতের বিরুদ্ধেও করে দেখাবেন।
প্রসঙ্গত, গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন কাঁধের হাড়ে ডিসলোকেশন হয় স্টেইনের। সেই থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে।
এদিন হরভজন বলেন, একবার ভারতের ব্যাটিং লাইন-আপের দিকে তাকান। সেখানে এখন প্রতিভার ছড়াছড়ি। মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা সম্বলিত এই টিম সম্ভবত বর্তমানে বিশ্বের সেরা।
প্রাক্তন অফ-স্পিনারের দাবি, এমন শক্তিশালী ব্যাটিং লাইন আপকে রোখা স্টেইন বা মর্কেলের পক্ষে বড় চ্যালেঞ্জ। কারণ, দুজনই নিজেদের স্বাভাবিক ছন্দে নেই। হরভজন বলেন, দক্ষিণ আফ্রিকার পিচে কোকাবুরা বল আড়াআড়ি মুভ করে না। ফলে, ভারতীয় ব্যাটসম্যানদের স্রেফ বাউন্সের মোকাবিলা করতে হবে।
উল্লেখ্য, আগামী ৯ জানুয়ারি কেপটাউনে প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।