David Warner Stunning Catch: উপস্থিত বুদ্ধি! এলবিডব্লিউয়ের আবেদনের মধ্যেও অবিশ্বাস্য ক্যাচ ওয়ার্নারের
SL vs Aus: সেকেন্ডের ভগ্নাংশ সময়। নিজের দূরদৃষ্টি প্রয়োগ করেন অজি তারকা। ক্ষিপ্রতার সঙ্গে প্রথম স্লিপ থেকে দৌড় শুরু করেন। এবং বল মাটিতে পড়ার আগেই ছোঁ মেরে তালুবন্দি করে নেন।
গল: নাথান লায়নের (Nathan Lyon) বল দিমুথ করুনারত্নের (Dimuth Karunaratne) প্যাডে ঠেকতেই গোটা দল এলবিডব্লিউয়ের আবেদনে চিৎকার করছে তখন। কিন্তু তিনি, ডেভিড ওয়ার্নার (David Warner) সেদিকে নজর দিলেন না। তাঁর দৃষ্টি তখন আটকে গিয়েছে বলের দিকে। তিনিই হয়তো একমাত্র বুঝেছিলেন যে, বল করুণারত্নের প্যাডে লাগার আগে তাঁর ব্যাটেও স্পর্শ করেছে। তাই এলবিডব্লিউ না হলেও, ক্যাচের সুযোগ রয়েছে।
সেকেন্ডের ভগ্নাংশ সময়। অথচ সেটাই ওয়ার্নারের কাছে যেন যথেষ্ট ছিল। নিজের দূরদৃষ্টি প্রয়োগ করেন অজি তারকা। ক্ষিপ্রতার সঙ্গে প্রথম স্লিপ থেকে দৌড় শুরু করেন। এবং বল মাটিতে পড়ার আগেই ছোঁ মেরে তালুবন্দি করে নেন। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, এলবিডব্লিউ না হলেও, ওয়ার্নারের তালুবন্দি হয়ে আউট হয়েছেন করুণারত্নে।
সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নারের সেই ক্যাচের ভিডিও ভাইরাল হয়ে যায়। সকলেই তাঁর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন।
Everyone went up for LBW.. David Warner kept his eye on the prize and took an absolute ripper! #SLvAUS pic.twitter.com/f7cdguPs39
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) June 29, 2022
শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ম্যাচগুলিতে অস্ট্রেলিয়াকে যে ঘূর্ণি পিচের চ্যালেঞ্জ সামলাতে হবে, সেটা কার্যত নিশ্চিত ছিল। টস জিতে শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করতে নামে। তারা প্রথম দিনেই ৫৯ ওভারে অল আউট হয়ে যায় প্রথম ইনিংসে। দলের হয়ে সব থেকে বেশি ৫৮ রান করেন নিরোশন ডিকওয়েলা। এছাড়া পাথুম নিশাঙ্কা ২৩, দিমুথ করুণারত্নে ২৮, কুশল মেন্ডিস ৩, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৩৯, ধনঞ্জয়া ডি'সিলভা ১৪ ও রমেশ মেন্ডিস ২২ রান করেন। লায়ন ৯০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ৫৫ রানে ৩ উইকেট নেন মিচেল সোয়েপসন। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার স্কোর প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৯৮ রান। ২৪ বলে ২৫ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার।
আরও পড়ুন: ৫ ওভারে খরচ করেছেন ৫৬ রান, তবু তরুণ পেসারের পাশে দাঁড়াচ্ছেন হার্দিক