DC vs CSK Dream11 Prediction: করোনার গেরোয় মাঠে নেই রাবাডা-এনগিডিরা, কারা খেলবেন আজ?
DC vs CSK Dream11 Team Prediction: ১৬০ দিন পর ফের প্রতিযোগিতামূলক ম্য়াচ খেলতে মাঠে নামছেন ধোনি
মুম্বই: আইপিএলে আজ মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। যে ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। যার অন্যতম কারণ, ১৬০ দিন পর ফের প্রতিযোগিতামূলক ম্য়াচ খেলতে মাঠে নামছেন ধোনি। যে কারণে ভক্তকূল অধীর আগ্রহে অপেক্ষা করছে। অপেক্ষা করছেন আর একজন। সিএসকে বনাম ডিসি ম্যাচ নিয়ে তাঁরও উত্তেজনার শেষ নেই। তিনি টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। শনিবারের ম্যাচকে যিনি গুরু ধোনির সঙ্গে শিষ্য পন্থের লড়াই বলে চিহ্নিত করে দিয়েছেন। সেই সঙ্গে বিরাট কোহলিদের জাতীয় দলের কোচ বলেছেন, সকলে স্টাম্প মাইক্রোফোনের দিকে খেয়াল রাখবেন। শনিবার শাস্ত্রী ট্যুইট করেছেন, 'গুরু বনাম চ্যালা। খুব মজা হবে আজ। স্টাম্পস মাইক্রোফোন অবশ্যই শুনবেন। ধোনি মাঠে ফিরছে।' সঙ্গে ধোনি ও পন্থের একটি ছবি পোস্ট করেন শাস্ত্রী।
দুদলই করোনার গেরোয় বেশ বিপাকে। দিল্লি দলের অন্যতম ভরসা অক্ষর পটেল করোনা আক্রান্ত। তাই প্রথম একাদশে দুরন্ত ছন্দে থাকা স্পিনার-অলরাউন্ডারকে খেলাতে পারবেন না পন্থরা। কোচ রিকি পন্টিংয়ে সমস্যায় ফেলেছে কোয়ারেন্টিনের নিয়ম। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে ৬ এপ্রিল ভারতে এসেছেন কাগিসো রাবাডা ও এনরিক নর্ৎজে। তাঁরা এখন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রয়েছেন। শনিবার খেলতে পারবেন না। দিল্লির বোলিং অনেকটাই দাঁড়িয়ে রয়েছে এই জুটির ওপর। রাবাডা-নর্ৎজে না খেলায় সমস্যায় পড়বে দিল্লি।
অন্যদিকে একই নিয়মে সিএসকে খেলাতে পারবে না দলের অন্যতম প্রধান পেসার, দক্ষিণ আফ্রিকার লুনগি এনগিডিকে। তিনিও কোয়ারেন্টিনে রয়েছেন।
সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস: মঈন আলি, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, কে গৌথম, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।
দিল্লি ক্যাপিটালস: শিখর ধবন, পৃথ্বী শ, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টোইনিস, শিমরন হেটমায়ার, ক্রিস ওকস, আর অশ্বিন, উমেশ যাদব, অমিত মিশ্র ও ইশান্ত শর্মা।