এক্সপ্লোর
DC vs KKR IPL 2023: বাধ সাধল বৃষ্টি, পিছিয়ে গেল কেকেআর-দিল্লি ম্যাচের টস
DC vs KKR: অবশ্য বৃষ্টির বেগ খুব বেশি না হওয়ায় খেলোয়াড়রা মাঠের ধারে নিজেদের অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

ঢাকা রয়েছে কোটলার পিচ (ছবি: আইপিএল)
নয়াদিল্লি: আজ দিল্লির ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ আয়োজিত হওয়ার। ৭.৩০ থেকে ম্যাচ শুরু হওয়ার কথা এবং টস তার ঠিক তিরিশ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায় আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু বাধ সাধলেন বরুণদেব। বৃষ্টির জেরে নির্ধারিত সময়ে কেকেআর-দিল্লি ক্যাপিটালস ম্যাচের টস আয়োজিত হতে পারল না, এখনও পিচ ঢাকা রয়েছে। অবশ্য বৃষ্টির বেগ খুব বেশি না হওয়ায় খেলোয়াড়রা মাঠের ধারে নিজেদের অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















