DC vs MI, IPL 2023 Live: দুরন্ত অর্ধশতরান হাঁকালেন রোহিত, দিল্লিকে হারিয়ে অবশেষে জয়ের খাতা খুলল মুম্বই
IPL 2023, Match 16, DC vs MI: মুম্বই-দিল্লি, দুই ফ্রাঞ্চাইজির কেউই আইপিএলে এখনও একটিও ম্যাচ জিততে পারেনি।

Background
নয়াদিল্লি: আজ কোটলায় আইপিএলের (IPL 2023) পয়েন্ট টেবিলের শেষ দুই দলের লড়াই। এখনও পর্যন্ত এবারের টুর্নামেন্টে জয়ের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স (Delhi Capitals vs Mumbai Indians)। আজ ২ দলই পরস্পর মুখোমুখি হতে চলেছে। আজকে খেলার পর যে কোনও একটি দল হারের হ্যাটট্রিক করবে। অন্যদিকে একটি দল প্রথমবার টুর্নামেন্টে জয়ের মুখ দেখবে। এখনও পর্যন্ত মোট ৩২ বারের সাক্ষাতে ১৭ ম্যাচ মুম্বই জিতেছে। ১৫ ম্যাচ দিল্লি জিতেছে।
দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে বড় কাঁটা ওপেনিং জুটি। তিন ম্যাচে দু'টি হাফসেঞ্চুরি করলেও, ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট মাত্র ১১৭.০৩। অন্য দিকে, ৩ ম্যাচে মাত্র ১৭ বল ক্রিজে ছিলেন পৃথ্বী শ। তিনি ছন্দে থাকলে অধিনায়ক ওয়ার্নারের মন্থর ব্যাটিং ঢেকে দিতে পারতেন। কিন্তু পৃথ্বীও বর্ণহীন। মুম্বইয়ের সবচেয়ে বড় কাঁটা বোলিং। যশপ্রীত বুমরা না থাকায় রোহিত শর্মারা খুব বেশি পরিমাণে নির্ভর করেছিলেন জোফ্রা আর্চারের ওপর। কিন্তু আর্চারও ফিট নন। ডান কনুইয়ে ব্যথা থাকায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগের ম্যাচে খেলতে পারেননি। তাঁকে ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণ অভিজ্ঞতার অভাবে ভুগছে।
আগের ম্যাচে হারের পর দিল্লির কোচ রিকি পন্টিং বলেছিলেন, 'আত্মসত্তাকে খুঁজতে হবে।' অন্যদিকে মুম্বই ক্যাপ্টেন রোহিত বলেছেন, 'এবার সিনিয়রদের দায়িত্ব নিতে হবে। আমিও তার মধ্যে পড়ি।' জোফ্রা আর্চার কি মঙ্গলবারের ম্যাচে খেলবেন? আনুষ্ঠানিকভাবে তাঁর ফিটনেস আপডেট জানানো হয়নি। তবে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন কারণ, আর্চারের চোট ডান কনুইয়ে। সাম্প্রতিক অতীতে যে চোট তাঁকে এতটাই ভুগিয়েছিল যে, দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। হয়তো আর্চারকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইবে না মুম্বই ইন্ডিয়ান্স।
চোট সমস্যা তাড়া করছে দিল্লি শিবিরকেও। খলিল আমেদের চোট রয়েছে। পাশাপাশি বিয়ের জন্য দেশে ফিরে যাওয়ায় দিল্লি পাবে না মিচেল মার্শকে। দিল্লির আগের ম্যাচেও ছিলেন না মার্শ।
DC vs MI Live Score: প্রথম ম্যাচ জিতল মুম্বই
শেষ বলে এক হাড্ডাহাড্ডি ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। পঞ্চম উইকেটে ৩০ রানের পার্টনারশিপে পল্টনদের জয় সুনিশ্চিত করলেন গ্রিন-ডেভিড।
DC vs MI Live: জোড়া সাফল্য
ওভারের প্রথম চার বলে ১৬ রান দেওয়ার পরে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসল দিল্লি, সৌজন্যে মুকেশ কুমার। পরপর বলে তিনি তিলক বর্মা ও সূর্যকুমার যাদবকে সাজঘরে ফেরালেন। ১৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৩৯/৩।






















