DC vs PBKS, IPL 2023 Live: ব্যাটে রাজা প্রভসিমরন, বল হাতে শাসক হরপ্রীত, ৩১ রানে ম্যাচ জিতে দিল্লিকে ছিটকে দিল পাঞ্জাব
IPL 2023, Match 59, DC vs PBKS: দিল্লি হেরে প্লে অফের দৌড় থেকে বিদায় নিল।
LIVE
Background
নয়াদিল্লি: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। দুটো দলই এবারের আইপিএলে পয়েন্ট টেবিলে নীচের দিকে রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও দলই ছিটকে যায়নি টুর্নামেন্ট থেকে। প্লে অফে ওঠার লড়াইয়ে আগামীকাল নামছে এই দুই দল। আইপিএলের প্রথম মরসুম ২০০৮ সাল থেকেই দিল্লি ও পাঞ্জাব একে অপরের মুখোমুখি হয়ে আসছে। গত ১৫ মরসুম ধরে খেললেও কোনও ফ্র্যাঞ্চাইজিই এখনও পর্যন্ত ট্রফি জিততে পারেনি।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৩০ বার মুখোমুখি হয়েছে দিল্লি ও পাঞ্জাব। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেয়নি। ২ দলই ১৫টি করে ম্য়াচ জিতেছে। ২০১৪ পর্যন্ত অনেকটাই এগিয়ে ছিল পাঞ্জাব এই লড়াইয়ে। ১৩ ম্যাচের মধ্যে ৯ ম্যাচ জিতেছিল পাঞ্জাব। এরপরই ধীরে ধীরে লড়াইয়ে পাল্টা বেগ দেয় দিল্লিও। অরুণ জেটলি স্টেডিয়ামের পিচে ১৮০ রান বোর্ডে তোলার পরেও ম্যাচ হারতে হয়েছে। এই পরিস্থিতিতে আগামীকালের এই ম্যাচও যে হাই স্কোরিং হতে চলেছে, তা বলাই বাহুল্য। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর দিল্লির পক্ষে প্লে অফের রাস্তা পাঞ্জাবের তুলনায় কিছুটা কঠিন হয়ে পড়েছে। তবে তা নিয়ে বেশি চিন্তা করতে নারাজ ওয়ার্নার বাহিনী।
পাঞ্জাব কলকাতার বিরুদ্ধে হেরে গিয়েছিল ইডেনে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে পাঞ্জাব। অন্যদিকে দিল্লি ১০ নম্বরে রয়েছে ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে।
IPL Live: প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি
১৩৬/৮ স্কোরে আটকে গেল দিল্লি ক্যাপিটালস। ৩১ রানে ম্যাচ জিতল পাঞ্জাব কিংস। তাদের প্লে অফের আশা এখনও বেঁচে। হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি।
IPL 2023 Live: ম্যাচ জিততে আর ২৬ বলে ৫০ রান চাই দিল্লির
রাহুল চাহারের বলে মাত্র ১ রান করে ফিরলেন অক্ষর পটেল। মণীশ পাণ্ডেকে তুলে নিলেন ব্রার। এলিসের বলে আমন খান ফিরলেন ১৬ রান করে। ১৫.৪ ওভারের শেষে দিল্লি ১১৮/৭। ম্যাচ জিততে আর ২৬ বলে ৫০ রান চাই দিল্লির।
IPL Live: প্রত্যাঘাত পাঞ্জাব স্পিনারদের
প্রত্যাঘাত পাঞ্জাব স্পিনারদের। ২৭ বলে ৫৪ রান করে হরপ্রীত ব্রারের বলে ফিরলেন ডেভিড ওয়ার্নার। ফিল সল্ট ও রিলি রুসৌকেও তুলে নিলেন ব্রার। রাহুল চাহারের বলে ফিরলেন মিচেল মার্শ। ৯ ওভারের শেষে দিল্লি ৮৬/৪।
DC vs PBKS Live Score: ৫ ওভারের শেষে দিল্লির স্কোর ৫৩/০
রান তাড়া করতে নেমে ভাল শুরু দিল্লির। ৫ ওভারের শেষে স্কোর ৫৩/০।
DC vs PBKS Live: ২০ ওভারে ১৬৭/৭ তুলল পাঞ্জাব কিংস
২০ ওভারে ১৬৭/৭ তুলল পাঞ্জাব কিংস। ম্যাচ জিততে ১৬৮ রান তুলতে হবে দিল্লি ক্যাপিটালসকে।