IPL 2023, DC vs SRH:দিল্লিকে টেক্কা হায়দরাবাদের, ৯ রানে ম্যাচ জিতলেন ভুবিরা
IPL 2023, DC vs SRH Live Score: সানরাইজার্সের বিরুদ্ধে ক্যাপিটালস নিজেদের শেষ চারটি ম্যাচই জিতেছে। কিন্তু ক্যাপিটালসের ঘরের মাঠে ছবিটা সম্পূর্ণ বদলে যায়।
LIVE
Background
নয়াদিল্লি: আজ, শনিবার, ২৯ এপ্রিল আইপিএলের ৪০তম ম্যাচে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ (Delhi Capitals vs Sunrisers Hyderabad)। চলতি আইপিএলে (IPL 2023) লিগ তালিকার বিচারে এই ম্যাচ লাস্টবয়দের লড়াই। উভয় দলই সাত ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় পেয়েছে। তালিকায় দিল্লি ক্যাপিটালস একেবারে শেষে দশ নম্বরে রয়েছে, আর একটু ভাল নেট রান রেট থাকায় তাঁদের ঠিক উপরেই নয়ে রয়েছে সানরাইজার্স। তাই দুই দলের কাছেই আইপিএলের প্লে-অফে পৌঁছনোর আশায় জিইয়ে রাখার জন্য আজকের ম্যাচে দুই পয়েন্ট সংগ্রহ করাটা গুরুত্বপূর্ণ।
সানরাইজার্সের বিরুদ্ধে ক্যাপিটালস নিজেদের শেষ চারটি ম্যাচই জিতেছে। কিন্তু ক্যাপিটালসের ঘরের মাঠে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। কোটলায় ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্সই শেষ পাঁচটি ম্যাচের চারটিতে জিতেছে। আবার পরিসংখ্যানগত দিক থেকে ক্যাপিটালস ও সানরাইজার্সই এখনও পর্যন্ত এ মরসুমে সবথেকে কম রান করা দুই দল। তাই প্রায় একই জায়গায় দাঁড়িয়ে থাকা দুই দলের মধ্যে এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা থাকছে।
এ মরসুমে ইতিমধ্যেই দিন চারেক আগে একবার একে অপরের মুখোমুখি হয়েছে সানরাইজার্স ও ক্যাপিটালস। সেই ম্যাচে দিল্লির ১৪৪ রান তাড়া করতে গিয়েই হিমশিম খায় সানরাইজার্স।ময়ঙ্ক আগরওয়াল ৪৯ রানের ইনিংস খেললেও, ব্যাট হাতে ৩৪ রান করার পাশাপাশি বল হাতে দুই উইকেট নিয়ে দিল্লিকে জয় এনে দেন অক্ষর পটেল। সাত রানে পরাজিত হয় সানরাইজার্স।
DC vs SRH Live : ৯ রানে হারল দিল্লি
নির্ধারিত ২০ ওভারের শেষে ৬ উইকেটে ১৮৮ রানে থামল দিল্লির ইনিংস। ৯ রানে ম্যাচ জিতল হায়দরাবাদ।
DC vs SRH Live Score : ১৯ ওভারে ৬ উইকেটে ১৭২ রান দিল্লির
১৯ ওভারে ৬ উইকেটে ১৭২ রান দিল্লি ক্যাপিটালসের।
DC vs SRH Live : ১৭ ওভারের শেষে ৬ উইকেটে ১৪৯ রান দিল্লির
১৭ ওভারের শেষে ৬ উইকেটে ১৪৯ রান দিল্লি ক্যাপিটালসের। শেষ ৩ ওভারে জিততে দরকার ৪৯ রান।
DC vs SRH Live Score : ১৫ ওভারের শেষে ৪ উইকেটে ১৩৮ রান দিল্লির
১৫ ওভারের শেষে ৪ উইকেটে ১৩৮ রান দিল্লি ক্যাপিটালসের।
DC vs SRH Live : আউট মার্শও
সাজঘরে ফিরলেন মিচেল মার্শ। ৩৯ বলে ১ টি চার ও ৬ টি ছক্কার সাহায্যে ৬৩ রানের ইনিংস মার্শের। ১৩.২ ওভারে ৪ উইকেটে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১২৫ রান।