এক্সপ্লোর
কোবি ব্রায়ান্টের মৃত্যু দেখিয়ে দিয়েছে জীবনে কিছুই নিশ্চিত নয়, মন্তব্য বিরাট কোহলির
২৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় কোবি, তাঁর মেয়ে জিয়ানা সহ ৯ জনের মৃত্যু হয়।

হ্যামিলটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার আগে প্রয়াত বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি জানিয়েছেন, ‘কোবি ব্রায়ান্টের মৃত্যু হৃদয়বিদারক। তাঁর মৃত্যুর খবর পেয়ে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। আমি এনবিএ-র ম্যাচগুলি দেখতে দেখতে বড় হয়েছি। কারও এভাবে মৃত্যু হলে জীবনের সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ে। কাউকে দেখে অনুপ্রাণিত হওয়া যায়, কিন্তু দিনের শেষে জীবন অত্যন্ত অস্থির।’ বিরাট আরও বলেছেন, ‘কখনও কখনও আমরা খেলা, কোন শট খেলব, কোন বল করা উচিত, সেসব নিয়ে এত বেশি ভাবনা-চিন্তা করি, তার ফলে কীভাবে বেঁচে থাকতে হবে সেটাই ভুলে যাই। আমি জীবনকে আঁকড়ে ধরছি এবং জীবনের মর্ম উপলব্ধি করছি। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। কেউ একটা দিনে কী করছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ২৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় কোবি, তাঁর মেয়ে জিয়ানা সহ ৯ জনের মৃত্যু হয়। দু’দশক ধরে এনবিএ-তে লস অ্যাঞ্জেলেস লেকার্সের ভরসা ছিলেন কোবি। তিনি পাঁচবার এনবিএ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা শোকাহত। বিরাট এর আগেও শোকপ্রকাশ করেছিলেন। তিনি ফের কোবিকে শ্রদ্ধা জানালেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















