এক্সপ্লোর
Advertisement
Deepak Hooda against Krunal Pandya: ক্রুণালের দুর্ব্যবহারে ডিপ্রেশন ভুগছি, বিস্ফোরক অভিযোগ দীপক হুডার, বরোদা দল থেকেই নাম প্রত্যাহার
দীপক তাঁর চিঠিতে লিখেছেন, 'এই মুহূর্তে খুব ভেঙে পড়েছি, ডিপ্রেশনে চলে গিয়েছি। গত বেশ কয়েকদিন ধরে দলের ভদোদরার রিলায়েন্স স্টেডিয়ামে অনুশীলনের সময় সতীর্থদের সামনেই অধিনায়ক ক্রুণাল পাণ্ড্য আমার বিরুদ্ধে অশ্রাব্য ভাষাপ্রয়োগ করে চলেছেন। নেটে ব্যাটিং অনুশীলন করার মাঝে ক্রুণাল ফের এসে বাজে ব্যবহারের পর আমাকে সরে যেতে বাধ্য করে। যার পরই চূড়ান্ত বিরক্তিতি আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি।'
ভদোদরা: সৈয়দ মুস্তাক আলি ট্রফির শুরুতেই বড়সড় বিতর্ক। ক্রুণাল পাণ্ড্যর বিরুদ্ধে মানসিকভাবে হেনস্থা, দুর্ব্যবহার করার অভিযোগ তুললেন দীপক হুডা। গোটা ঘটনাপর্বে তিনি এতটাই বিমর্ষ যে ডিপ্রেশনে চলে গিয়েছেন বলেই জানিয়েছেন তিনি। এমনকি গোটা ঘটনার পর মুস্তাক আলি ট্রফির জন্য ঘোষিত বরোদার দল থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন দলে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া ব্যাটসম্যান হুডা।
বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি লিখে হুডা জানিয়েছেন বরোদা দলের অধিনায়ক ক্রুণাল পাণ্ড্য তাঁর উদ্দেশ্যে অশ্রাব্য ভাষাপ্রয়োগ করেছেন। সতীর্থদের সামনেই নেট অনুশীলন করার সময় মানসিকভাবে হেনস্থা করেন। যে ঘটনার জেরে ভেঙে পড়েছেন বলেও জানান দীপক।
দীপক তাঁর চিঠিতে লিখেছেন, 'এই মুহূর্তে খুব ভেঙে পড়েছি, ডিপ্রেশনে চলে গিয়েছি। গত বেশ কয়েকদিন ধরে দলের ভদোদরার রিলায়েন্স স্টেডিয়ামে অনুশীলনের সময় সতীর্থদের সামনেই অধিনায়ক ক্রুণাল পাণ্ড্য আমার বিরুদ্ধে অশ্রাব্য ভাষাপ্রয়োগ করে চলেছেন। নেটে ব্যাটিং অনুশীলন করার মাঝে ক্রুণাল ফের এসে বাজে ব্যবহারের পর আমাকে সরে যেতে বাধ্য করে। যার পরই চূড়ান্ত বিরক্তিতি আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি।'
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ সহ একাধিক দলে খেলায় ভারতীয় ক্রিকেটমহলে পরিচিত মুখ দীপক। সেভাবে দাগ কাটতে না পারলেও মারকুটে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেই পরিচিত তিনি।
অপরদিকে, ক্রুণাল ভারতীয় দলের স্টার অলরাউন্ডার হার্দিকের দাদা। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। যেখানে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলেও টি২০ ফর্ম্যাটে খেলেছেন ক্রুণাল।
ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে তাঁর মুন্সিয়ানার সুবাদেই ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ টি২০ প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য তাঁকে অধিনায়কের দায়িত্ব দিয়েছিল বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
গোটা ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে ঘরোয়া ক্রিকেটমহলে। দ্রুত বিষয়টার তদন্ত শুরু করার কথাই জানিয়েছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থার সচিব অজিত লেলে বলেছেন, ম্যানেজারের কাছে ঘটনাটির রিপোর্ট চাওয়া হয়েছে। ওনার রিপোর্ট আসার পরই পরবর্তী তদন্তের পদক্ষেপ নির্ধারিত হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খেলার
Advertisement