ICC Womens Cricket World Cup 2022: ঝুলনের নজির গড়ার দিনেই বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
ICC Womens Cricket World Cup 2022: নিউজিল্যান্ডের পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও হেরে গেল মিতালি রাজের দল। ৪ উইকেটে টিম ইন্ডিয়াকে হারিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড।
![ICC Womens Cricket World Cup 2022: ঝুলনের নজির গড়ার দিনেই বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের Defending champions England beat India by four wickets for their first win of ICC Women’s World Cup 2022. ICC Womens Cricket World Cup 2022: ঝুলনের নজির গড়ার দিনেই বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/16/089b8592e3a5994e435ec0a43a3dc59c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মাউন্ট মাউনগানুই: মহিলা ক্রিকেট বিশ্বকাপে আরও একটা হারের সম্মুখিন হতে হল ভারতীয় দলকে। নিউজিল্যান্ডের পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও হেরে গেল মিতালি রাজের দল। ৪ উইকেটে টিম ইন্ডিয়াকে হারিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিল হেদার নাইট ব্রিগেড। এদিন প্রথমে ব্যাট করে ১৩৪ রান বোর্ডে তুলতে পারে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩১.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্য়ান্ড।
অল্প রানের লক্ষ্যমাত্রা। কিন্তু শুরুটা একদমই ভাল হয়নি ইংল্যান্ডের। মেঘনা সিংহ প্রথম আঘাত হেনেছিলেন ব্রিটিশ শিবিরে। তিনি ফিরিয়ে দেন দলের অন্যতম তারকা ব্যাটার ড্যানিয়েল ওয়াটকে। এরপরের ওভারেই দ্বিতীয় উইকেটটি তুলে নেন ঝুলন। তিনি আউট করে টাম্মি বিউমন্টকে। আর এই শিকারের সঙ্গে সঙ্গে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আড়াইশো উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন বাংলার মেয়ে। এরপর যদিও ক্যাপ্টেন হেদার নাইট ও নাতালি স্কিভার মিলে দলের স্কোরবোর্ড সচল রাখার কাজটি করেন। ২ জনে মিলে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে তোলেন। দলকেও জয়ের কাছে নিয়ে নিয়ে যান। নাতালি ৪৫ রানে ফিরে গেলেও হেদার অর্ধশতরানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৫৩ রানে অপরাজিত ছিলেন তিনি। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে দলকে তরী পার করে দেন ইংল্যান্ড অধিনায়ক। আগের তিন ম্যাচে পরপর হারের পর এই প্রথম চলতি টুর্নামেন্টে জয় পেল ব্রিটিশ বাহিনী।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮ রান করেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইয়াস্তিকা ভাটিয়া। মাত্র ১ রান করে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্যাপ্টেন মিতালিও। এদিকে, দীপ্তি তো খাতাই খুলতে পারলেন না। স্মৃতির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরলেন তিনি। মাত্র ৮ ওভারে ২৮ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। তবে সেখান থেকেই দলকে টেনে তোলেন স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌর। তবে মাত্র ১৪ রান করে ফেরেন হরমনপ্রীতও। এরপর থেকে শুধুই যাওয়া আর আসার পালা ভারতীয় ব্যাটারদের।
স্মৃতি মন্ধানা আগের ম্যাচ দুর্দান্ত শতরান হাঁকিয়েছিলেন। এদিনও শুরুটা দারুণ করেছিলেন। তবে ৪টে বাউন্ডারির সাহায্যে মাত্র ৩৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। লোয়ার অর্ডারে ২ বঙ্গ তনয়া ক্রিজে দাঁড়িয়ে থেকে দলের স্কোর একশোর গণ্ডি পার করে দেন। উইকেট কিপার ব্য়াটার শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ৩৩ রান করেন। বর্ষীয়াণ ঝুলন গোস্বামী ক্যামিও ইনিংস খেলেন। তিনি ২৬ বলে ২০ রান করেন। নিজের ইনিংসে ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকান ঝুলন। এছাড়া আর কেউই রান পাননি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)