এক্সপ্লোর
Advertisement
আমিরশাহিতে এগিয়ে ধোনিরা, সাম্প্রতিক রেকর্ড আবার মুম্বইয়ের পক্ষে, আজ বাজিমাত করবে কোন দল?
২০১৪ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়া ম্যাচে মুম্বইকে হারিয়ে দিয়েছিল চেন্নাই।
আবু ধাবি: মরুশহরে টি-২০ ঝড় শুরু হচ্ছে আজ থেকে। উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই। গত মরসুমের ফাইনালে চেন্নাইকে হারিয়েই চতুর্থবার চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার মুম্বই। ফলে আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম খেলতে নামছেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। তিনি শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন ২০১৯-এর বিশ্বকাপ সেমি-ফাইনালে। এরপর আর তিনি মাঠে নামেননি। ফলে আজ তাঁর প্রত্যাবর্তনের ম্যাচ। অভিজ্ঞতাই তাঁর বড় ভরসা। অন্যদিকে, মুম্বইয়ের অধিনায়ক রোহিতের ভরসা অতীত রেকর্ড ও আত্মবিশ্বাস।
সুরেশ রায়না দেশে ফিরে এসেছেন, হরভজন সিংহ সংযুক্ত আরব আমিরশাহিতে দলের সঙ্গে যোগই দেননি। দলের ১৩ জন সদস্য করোনা আক্রান্ত হন। এরকম নানা সমস্যায় জর্জরিত চেন্নাই শিবির। প্রস্তুতি ঠিকমতো হয়নি। কিন্তু ধোনি অতীতে বহুবার কোণঠাসা অবস্থা থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ফলে এবারও তাঁর অধিনায়কত্ব ও ফিনিশিং দক্ষতাই চেন্নাইয়ের বড় ভরসা।
এখনও পর্যন্ত চেন্নাই ও মুম্বই পরস্পরের বিরুদ্ধে ২৮টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ১৭টি ম্যাচই জিতেছে মুম্বই। শেষ পাঁচটি সাক্ষাৎকারেই তারা জয় তুলে নিয়েছে। ফলে সাম্প্রতিক রেকর্ডের ভিত্তিতে অবশ্যই এগিয়ে রোহিতরা। তবে সংযুক্ত আরব আমিরশাহিতে আবার দু’দলের সাক্ষাৎকারের রেকর্ড চেন্নাইয়ের পক্ষে। ২০১৪ সালে একটি ম্যাচই হয়েছিল মরুশহরে। সেই ম্যাচ জিতেছিল ধোনির দল। আমিরশাহিতে পাঁচটি ম্যাচ খেলেছে মুম্বই। তার মধ্যে চারটি ম্যাচই হারতে হয়েছে। তবে সেবার মুম্বইয়ের হয়ে যাঁরা খেলেছিলেন, তাঁদের মধ্যে মাত্র দু’জনই আজকের ম্যাচে খেলবেন। ফলে অতীত রেকর্ড নিয়ে কিছু ভাবছেন না রোহিত। আজকের ম্যাচ জেতাই তাঁর লক্ষ্য। অন্যদিকে, ধোনিও দলকে জেতাতে তৈরি। ফলে জমজমাট ক্রিকেট-সন্ধ্যার অপেক্ষায় দর্শকরা। মাঠে অবশ্য দর্শকদের প্রবেশ নিষেধ। টিভি অথবা মোবাইলেই দেখতে হবে খেলা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement