Shikhar Dhawan: মানসিক নির্যাতন চালিয়েছেন স্ত্রী, অভিযোগ মেনে শিখরের বিবাহবিচ্ছেদে সিলমোহর আদালতের
Indian Cricket Team: বুধবার দিল্লির এক আদালত রায় দিল, স্ত্রী আয়েষা মুখোপাধ্যায় (Aesha Mukerji) তাঁর ওপর মানসিক নির্যাতন চালিয়েছেন। সেই কারণে ধবনের বিবাহ বিচ্ছেদের আবেদন মেনে নিল আদালত।
নয়াদিল্লি: অবশেষে যেন স্বস্তির খবর শিখর ধবনের (Shikhar Dhawan) জন্য। বিবাহ বিচ্ছেদ মামলার রায় গেল দিল্লির ক্রিকেটারের পক্ষে। বুধবার দিল্লির এক আদালত রায় দিল, স্ত্রী আয়েষা মুখোপাধ্যায় (Aesha Mukerji) তাঁর ওপর মানসিক নির্যাতন চালিয়েছেন। সেই কারণে ধবনের বিবাহ বিচ্ছেদের আবেদন মেনে নিল আদালত।
বিচারক হরিশ কুমার (Judge Harish Kumar) ধবনের সব অভিযোগের মান্যতা দিয়েছেন। জানিয়েছেন, তাঁর স্ত্রী অভিযোগের বিরোধিতা করেননি বা আত্মপক্ষ সমর্থনে ব্যর্থ হয়েছেন। আদালত জানিয়েছে, একমাত্র পুত্রসন্তানের থেকে দূরে থাকতে বাধ্য করে ধবনের ওপর মানসিক নির্যাতন চালিয়েছেন আয়েষা।
সন্তান জোরাবর কার কাছে থাকবে? এ নিয়ে আদালত সরাসরি কোনও রায় দেয়নি। তবে ধবনকে ছেলের সঙ্গে অস্ট্রেলিয়ায় ও ভারতে দেখা করার অনুমতি দিয়েছে আদালত। পাশাপাশি ভিডিও কলে ছেলের সঙ্গে কথা বলার অনুমতিও ধবনকে দিয়েছে দিল্লির আদালত। আয়েষাকে নির্দেশ দেওয়া হয়েছে ভারতে এসে ছেলেকে ধবন ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করা ও রাত কাটানোর ব্যবস্থা করে দিতে হবে। সারা বছরে স্কুলের ছুটির অন্তত অর্ধেকটা সময়।
বিচারক বলেছেন, 'যেহেতু আবেদনকারী নামী আন্তর্জাতিক ক্রিকেটার ও দেশের গর্ব, এবং তিনি দেশের প্রশাসন ও আইনি ব্য়বস্থার দ্বারস্থ হয়েছেন, ছেলের সঙ্গে দেখা করার, ভিডিও কলে কথা বলার বা আংশিক কিংবা সম্পূর্ণ কাস্টডি নিয়ে পরবর্তী পদক্ষেপ করার জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলার অনুরোধ করা হচ্ছে।'
ধবন অভিযোগ করেছিলেন, পাকাপাকিভাবে ভারতে থাকবেন বলেও প্রাক্তন স্বামী ও আগের সম্পর্ক থেকে ভূমিষ্ঠ হওয়া দুই কন্যাসন্তানের জন্য এ দেশে থাকতে চাননি আয়েষা। অভিযোগ করেন, প্রাক্তনব স্বামীকে অস্ট্রেলিয়া ছেড়ে যাবেন না বলে কথা দিয়েছেন আয়েষা।
বিচারক বলেছেন, 'নিজের কোনও দোষ না থাকা সত্ত্বেও প্রচুর মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে ধবনকে। নিজের সন্তানের থেকে বছরের পর বছর দূরে থাকতে হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে ভারতে থাকবেন বলে জানিয়েছিলেন আয়েষা, কিন্তু নিজের দুই কন্যাসন্তানের প্রতি দায়বদ্ধতার জন্য সেটা পারেননি।'
অস্ট্রেলিয়ায় ধবনের কেনা সম্পত্তির মালিকানাও জোর করে নিজের নামে করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল আয়েষার বিরুদ্ধে। পাশাপাশি ধবনকে কলঙ্কিত করার জন্য যেভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন মহলে ও আইপিএল দলে বা সতীর্থদের কাছে যেভাবে সম্মানহানিকর মেসেজ পাঠাতেন আয়েষা, তা ইচ্ছাকৃত বলেও রায় দিয়েছে আদালত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: স্পিনারদের হাতে আফগানিস্তানের বিশ্বকাপ ভাগ্য, তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারবেন রশিদরা?