এক্সপ্লোর
Advertisement
ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্যাচের আগে দিল্লির বায়ুদূষণ নিয়ে উদ্বেগ
এর আগেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রভাব ফেলেছে দিল্লির বায়ুদূষণ।
নয়াদিল্লি: ৩ নভেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। তার আগে দিল্লির বায়ুদূষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দীপাবলির আগে থাকতেই দিল্লির বাতাস অত্যন্ত দূষিত হয়ে পড়েছে। দীপাবলিতে নিশ্চিতভাবেই দূষণের মাত্রা বেড়েছে। ফলে চিন্তায় বিসিসিআই কর্তারা।
এর আগেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রভাব ফেলেছে দিল্লির বায়ুদূষণ। ২০১৭ সালের ডিসেম্বরে তৎকালীন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্রিকেটারকেই মাস্ক পরে খেলতে হয়। বিসিসিআই-এর রোটেশন পলিসি অনুসারে সেই দিল্লিতেই খেলতে হবে বাংলাদেশকে।
এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘দীপাবলির পর দিল্লির বায়ুদূষণের বিষয়টি আমাদের চিন্তায় ফেলে দিয়েছে, তবে ম্যাচ যেহেতু এক সপ্তাহ পরে, তাই আমাদের আশা, কোনও ক্রিকেটারের অসুস্থ হয়ে পড়বে না। এই সিরিজের সূচি এমনভাবে তৈরি করা হয়েছে, বাংলাদেশ দল প্রথমে আসবে দিল্লিতে এবং কলকাতা থেকে দেশে ফিরে যাবে। উত্তর ভারত থেকে পশ্চিম হয়ে পূর্বে সফর শেষ করবে বাংলাদেশ।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement