এক্সপ্লোর
ধোনি ও যুবরাজকে বল করাটা মুশকিলের কাজ হয়ে পড়েছিল: মর্গ্যান
1/5

যুবি আরও বলেছেন, ম্যাচের পরিস্থিতি খুব ভালো করে বুঝে গিয়ে খেলেছিলেন তিনি আর ধোনি। পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছিলেন। পার্টনারশিপ গড়ে ওঠার পর বড় বড় শট খেলতে শুরু করেন।
2/5

বাঁহাতি যুবি বলেছেন, গোটা ঘরোয়া মরসুমেই ভাল ব্যাট করেছি। বল ভাল মেরেছি। ফিটনেস আর ব্যাটিং নিয়ে প্রচুর খেটেছি।তিরিশ পেরনোর পর ফিটনেস নিয়ে বেশি খাটতে হয়। প্রথম ওয়ান ডে-তেও কিন্তু বল ভাল মারছিলাম।জানতাম, দিনটা আমার হলে দারুণ কিছু করব। সঞ্জয় বাঙ্গারকে বললাম, মনে হচ্ছে এ বার বড় রান করব।গো
Published at : 20 Jan 2017 11:13 AM (IST)
View More






















