এক্সপ্লোর
Advertisement
ধবন, পূজারার শতরানে প্রথম দিনের শেষে ভারত ৩৯৯/৩
গল: শিখর ধবন ও চেতেশ্বর পূজারার শতরানে প্রথম টেস্টের প্রথম দিনই ম্যাচে আধিপত্য বিস্তার করল ভারত। দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ৩৯৯। ধবন অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করেছেন। তিনি ১৯০ রান করে নুয়ান প্রদীপের বলে অ্যাঞ্জেলো ম্যাথুজের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তবে পূজারা ১৪৪ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে অজিঙ্ক রাহানে (৩৯)।
আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট। এই ম্যাচের মাধ্যমে টেস্ট অভিষেক হল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। জ্বরের জন্য এই ম্যাচ খেলতে পারছেন না কে এল রাহুল। তাঁর জায়গায় অভিনব মুকুন্দের সঙ্গে ওপেন করতে নামেন ধবন। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল রেকর্ড বজায় রাখলেন।
আজ ভারতের ইনিংসের শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। দলের ২৭ রানের মাথায় আউট হয়ে যান মুকুন্দ। তবে ধবন ও পূজারা ইনিংসের হাল ধরেন। তাঁদের জুটিতে যোগ হয় ২৫৩ রান। মধ্যাহ্নভোজের বিরতির পরই ১১০ বলে খেলে শতরান সম্পূর্ণ করেন ধবন। টেস্ট ক্রিকেটে এটি তাঁর পঞ্চম শতরান। এরপর পূজারাও শতরান করলেন। রাহানেও ভাল ব্যাটিং করছেন। ফলে রানের পাহাড় গড়ার দিকে এগিয়ে চলেছে ভারত।
শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চন্ডীমল অসুস্থতার জন্য এই ম্যাচ খেলতে পারছেন না। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রঙ্গনা হেরাথ। ধবনের ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ায় ব্যাট করতে পারবেন না আসেলা গুণরত্নে। ফলে শ্রীলঙ্কাকে ১০ জনে ব্যাট করতে হবে।
ভারত: কোহলি, ধবন, মুকুন্দ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, হার্দিক, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব,মহম্মদ শামি।
শ্রীলঙ্কা: হেরাথ, ডিমুথ করুণারত্নে, উপল থরঙ্গা, ধনুষ গুণতিলক, কুশল মেন্ডিস, অঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুণরত্নে, নিরোশান ডিকওয়ালা, দিলুরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খেলার
Advertisement