এক্সপ্লোর
Advertisement
আমার মতোই উত্তেজনার মুহূর্তে মাথা গরম করে ফেলেছিল ধোনি, বলছেন শাকিব
ধোনির পাশে দাঁড়াচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার শাকিব আল-হাসান।
হায়দরাবাদ: চলতি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচে বিরল ঘটনা দেখা গিয়েছে। ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিংহ ধোনিও আম্পায়ারের সিদ্ধান্তে মাথা গরম করেছেন। মাঠে ঢুকে পড়ে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোয় চেন্নাইয়ের অধিনায়কের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়েছে। তবে এই ঘটনার পরেও ধোনির পাশে দাঁড়াচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার শাকিব আল-হাসান। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘আমিও নিদাহাস ট্রফিতে একই কাণ্ড ঘটিয়েছিলাম। আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারি না। উত্তেজনার মুহূর্তে এটা হয়ে গিয়েছে। একজন ক্রিকেটার কতটা আবেগপ্রবণ এবং দলকে জেতানোর জন্য কতটা মরিয়া, এই ঘটনাতেই সেটা বোঝা যায়।’
গত বছর নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে নো-বল নিয়ে বিতর্কে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলেন শাকিব। ম্যাচ শেষ হওয়ার পর দু’দলের ক্রিকেটারদের মধ্যে তুমুল বচসা হয়। এর জেরে ড্রেসিংরুম ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘটনার কথা উল্লেখ করেই ধোনির পাশে দাঁড়িয়েছেন শাকিব।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement