এক্সপ্লোর
Advertisement
ধোনি-কেদার দায়িত্ব নিলেও, বোলাররাই ম্যাচ জিতিয়েছে, বলছেন বিরাট
হায়দরাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের জয়ের জন্য দুই ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনি ও কেদার যাদবের চেয়েও বোলারদের বেশি কৃতিত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘ম্যাচটি কঠিন ছিল। আমরা ভাল বোলিং করেছি। কেদার ও এমএস দায়িত্ব নিয়েছে। এটা দারুণ বিষয়। তবে আমার মনে হয়, বোলাররাই ম্যাচ জিতিয়েছে।’
গতকালের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৩৬ রান করে অস্ট্রেলিয়া। মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব দু’টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে একসময় ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখান থেকে ধোনি ও কেদারের অপরাজিত জুটি ভারতীয় দলকে ম্যাচ জিতিয়ে দেয়।
বোলারদের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘কুলদীপ বেশ কিছুদিন ধরেই ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। আমি কোনওদিন শামিকে ঝুঁকে পড়তে দেখিনি। ও অসাধারণ একটি বলে ম্যাক্সিকে (গ্লেন ম্যাক্সওয়েল) আউট করে। আমি এর আগে শামিকে কোনওদিন এত ক্ষুধার্ত দেখিনি। বিশ্বকাপের আগে এটা ভারতের পক্ষে দারুণ লক্ষণ।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement