এক্সপ্লোর
কখন অবসর, সিদ্ধান্ত নিক ধোনিই: আজহার

মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনির অবসর প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একমত নন মহম্মদ আজহারউদ্দিন। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, ধোনি কখন অবসর নেবেন সেই সিদ্ধান্ত তাঁর উপরেই ছেড়ে দেওয়া উচিত। সৌরভ বলেছিলেন, ধোনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন কি না সে বিষয়ে তিনি সন্দিহান। ধোনি-পরবর্তী সময়ে ভারতীয় দলের অধিনায়ক কে হবেন সেই পরিকল্পনা করা উচিত নির্বাচকদের। কিন্তু আজহার বলছেন, সৌরভের ব্যক্তিগত মতকে সম্মান জানিয়েও তিনি বিষয়টি ধোনির উপরেই ছেড়ে দেওয়ার পক্ষে। 




সাফল্যের বিচারে ভারতের অন্যতম সফল অধিনায়ক ধোনির প্রশংসায় পঞ্চমুখ আজহার। তিনি বলছেন, ধোনি সব বড় টুর্নামেন্ট জিতেছেন, ভারতকে ক্রিকেটের সব ফর্ম্যাটে এক নম্বর দলে পরিণত করেছেন। তাঁর পারফরম্যান্সের কথা ভুলে গেলে চলবে না। তাঁকে নিজের মতো করে অবসর নেওয়ার সুযোগ দেওয়া উচিত।
সাফল্যের বিচারে ভারতের অন্যতম সফল অধিনায়ক ধোনির প্রশংসায় পঞ্চমুখ আজহার। তিনি বলছেন, ধোনি সব বড় টুর্নামেন্ট জিতেছেন, ভারতকে ক্রিকেটের সব ফর্ম্যাটে এক নম্বর দলে পরিণত করেছেন। তাঁর পারফরম্যান্সের কথা ভুলে গেলে চলবে না। তাঁকে নিজের মতো করে অবসর নেওয়ার সুযোগ দেওয়া উচিত। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















