এক্সপ্লোর
ভারতীয় দলের তরুণদের ধোনির পরামর্শ দরকার, তিনি এখনও খেলে যেতে পারেন, মত ডায়না এডুলজির
বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না বলেছেন, কঠিন ম্যাচ ছিল। আমাদের ছেলেরা হৃদয় দিয়ে খেলেছে।
![ভারতীয় দলের তরুণদের ধোনির পরামর্শ দরকার, তিনি এখনও খেলে যেতে পারেন, মত ডায়না এডুলজির Dhoni showed in World Cup that he still has a lot of cricket left in him, says Edulji ভারতীয় দলের তরুণদের ধোনির পরামর্শ দরকার, তিনি এখনও খেলে যেতে পারেন, মত ডায়না এডুলজির](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/07/11175656/D_HaqTIWsAIgi8A.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: বিশ্বকাপ থেকে ভারতীয় দলের বিদায়ের পর মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে ক্রিকেটমহলে যতই জল্পনা হোক না কেন, তিনি এখনও খেলে যেতে পারেন বলে মনে করেন বিসিসিআই-এর প্রশাসক কমিটির সদস্যা ডায়না এডুলজি। তিনি সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘ধোনি যেভাবে গোটা প্রতিযোগিতায় খেলেছেন, তাতে আমি মুগ্ধ। অবসর নেওয়ার সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত। একমাত্র তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। শরীর চলছে কি না, সেটা তিনিই বলতে পারবেন। তবে আমি মনে করি, ধোনির মধ্যে এখনও খেলা আছে। ভারতীয় দলের তরুণদের তাঁর পরামর্শ দরকার।’
ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ডায়না আরও বলেছেন, ‘ভারতীয় দল খুব ভাল লেগেছে। দুর্ভাগ্যজনকভাবে সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয় দিনে গড়ায়। শুরুতে তিন উইকেট পড়ে যাওয়ায় দল কোণঠাসা হয়ে পড়ে। সেই অবস্থা থেকে (রবীন্দ্র) জাডেজা ও ধোনি দারুণভাবে দলকে ম্যাচে ফেরান। খুব কাছে গিয়েও জয় আসেনি। জাডেজা ও ধোনি যেভাবে খেলেছেন, তাতে তাঁদের সাধুবাদ জানাতেই হবে।’
বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না বলেছেন, ‘কঠিন ম্যাচ ছিল। আমাদের ছেলেরা হৃদয় দিয়ে খেলেছে। কেউই হারতে চায় না। সব খেলোয়াড়ই দলকে জেতানোর চেষ্টা করেছে। কিন্তু দিনটা আমাদের ছিল না। লিগ পর্যায়ে ভারত দারুণ খেলেছে। আমি নিশ্চিত, ভবিষ্যতে আমাদের দল আরও সাফল্য পাবে। নিউজিল্যান্ড দলকে অভিনন্দন। ওদের জন্য শুভেচ্ছা রইল।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ফুটবল
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)