এক্সপ্লোর
Advertisement
৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে থাকবেন ধোনি
বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে।
নয়াদিল্লি: টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিংহ ধোনি জম্মু ও কাশ্মীরে বাহিনীর সঙ্গে যোগ দেবেন। তিনি ৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়নের (প্যারা) সঙ্গে থাকবেন। টহলদারি, পাহারা দেওয়া এবং সেনা ছাউনির নিরাপত্তার দায়িত্বে থাকবেন ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক। আজ সেনাবাহিনীর পক্ষ থেকে এমনই জানানো হয়েছে।
ধোনি কয়েকদিন আগেই ক্রিকেট থেকে দু’মাসের ছুটি নিয়ে সেনাবাহিনীর সঙ্গে থাকার কথা জানিয়েছিলেন। তাঁকে প্যারাশুট রেজিমেন্টের হয়ে প্রশিক্ষণ নেওয়ার অনুমতি দেয় সেনাবাহিনী। ফলে আপাতত সেনাবাহিনীর সদস্য হয়েই থাকছেন ধোনি।
বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে সূত্রের খবর, ধোনি এখনই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। তিনি সাময়িক বিরতি নিয়েছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ফের খেলতে দেখা যেতে পারে ধোনিকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement