এক্সপ্লোর
ম্যাকডারমটের ক্রিকেট অ্যাকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ধোনি
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ক্রেগ ম্যাকডারমটের আন্তর্জাতিক ক্রিকেট অ্যাকাডেমির প্রধান মুখ এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন ভারতের একদিনের এবং টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি তরুণ ক্রিকেটারদের মেন্টরের ভূমিকা পালন করবেন।
ম্যাকডারমটের এই অ্যাকাডেমি স্পোর্টস সায়েন্স ও ম্যানেজমেন্টে চার বছরের ব্যাচেলর ডিগ্রি দেবে। স্বাভাবিকভাবেই ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই অ্যাকাডেমিতে। ম্যাকডারমটের সংস্থার সঙ্গে রিতি স্পোর্টসের চুক্তি হয়েছে। সেই কারণেই ধোনি এই অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হচ্ছেন।
নতুন এই ভূমিকা নিয়ে উচ্ছ্বসিত ধোনি বলেছেন, তিনি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ পাবেন। এই অ্যাকাডেমি ক্রীড়ামনস্ক বাচ্চাদের খেলা ও পড়াশোনার মধ্যে ভারসাম্যের শিক্ষা দেবে। এতদিন যে বাচ্চারা পড়াশোনা এবং খেলা দুটোতেই ভাল, তাদের যে কোনও একটাকেই পেশা হিসেবে বেছে নিতে হত। কিন্তু এবার আর সেই বিষয়টা থাকছে না।
প্রথম ক্রিকেটার হিসেবে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের সঙ্গে যুক্ত হলেন ধোনি। তিনি এই বিষয়টি ভালভাবে বুঝে নিয়েছেন। নতুন ভূমিকাতেও সফল হতে চান ধোনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement