এক্সপ্লোর
ধোনি চার নম্বরেই ব্যাট করবেন, জানালেন ফ্লেমিং

ফাইল ছবি
চেন্নাই: এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির চার নম্বরে ব্যাট করার সম্ভাবনাই বেশি। এমনই জানালেন কোচ স্টিফেন ফ্লেমিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘গত বছরও বেশিরভাগ ম্যাচেই চার নম্বরে ব্যাট করেছিল ধোনি। তবে আমরা ওকে অন্য জায়গাতেও ব্যবহার করেছি। এবারও তার বদল হবে না। গত ১০ মাসে ও দুরন্ত ফর্মে আছে। আমাদের দলে একজন নতুন খেলোয়াড়ও (কেদার যাদব) আছে। ব্যাটিং অর্ডার নিয়ে আমরা খুব খুশি। আমরা এ বিষয়ে ভাবনা-চিন্তা করছি।’ এবারের সিএসকে দলে বেশ কয়েকজন ক্রিকেটারের বয়স তিরিশের বেশি। তবে সেটা নিয়ে চিন্তিত নন ফ্লেমিং। তাঁর দাবি, ক্রিকেটারদের মানসিকতা, দলের পরিবেশ, সংস্কৃতি এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাল পারফরম্যান্স দেখাতে পারাই আসল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















