ATK Mohun Bagan: নতুন ক্লাব, নতুন সমর্থক, মাঠে নামতে মুখিয়ে আছেন দিমিত্রিয়স পেট্রাটোস
Dimitri Petratos: সপ্তাহ শুরু হতেই সোমবার সবুজ-মেরুন শিবির তাদের এই নতুন বিদেশি স্ট্রাইকারের নাম ঘোষণা করে দেয়েছে। যিনি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ছিলেন।
কলকাতা: ভারতে আসার জন্য যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা জানিয়ে দিলেন এটিকে মোহনবাগানের (ATK MOhun Bagan) নতুন বিদেশি ফরোয়ার্ড দিমিট্রিয়স পেট্রাটস (Dimitri Petratos)। সপ্তাহ শুরু হতেই সোমবার সবুজ-মেরুন শিবির তাদের এই নতুন বিদেশি স্ট্রাইকারের নাম ঘোষণা করে দেয়েছে। যিনি ২০১৮-য় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ছিলেন। ক্লাবের পক্ষ থেকে তাদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে জানানো হয়, ২৯ বছর বয়সি অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে সই করিয়েছে তারা।
এক ভিডিও বার্তায় পেট্রাটস সবুজ-মেরুন সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “এই ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। নতুন ক্লাবের সমর্থকদের সামনে মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। ভারতে নিজের সেরাটা দিতে চাই। আশা করি, যে টুর্নামেন্টগুলোতে আমরা খেলব, তার সবকটিতেই দলকে সফল হতে সাহায্য করব। খুব তাড়াতাড়িই দেখা হবে সবার সঙ্গে।''
বিশ্বকাপা পেট্রাটস
রাশিয়ায় গত বিশ্বকাপের মূলপর্বে তিনি অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। দেশের হয়ে এ পর্যন্ত তিনটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন। ২০১৩-১৪-য় অস্ট্রেলিয়ার লিগে চ্যাম্পিয়ন ব্রিসবেন রোর্সের সদস্যও ছিলেন তিনি। সে বার এ লিগ প্রিমিয়ারশিপও জেতে তারাই। এই ক্লাবের হয়েই সবচেয়ে বেশি, ৯৪টি ম্যাচ খেলেছেন পেট্রাটস। ২০২০-২১-এ সৌদি আরবের আল ওয়েহদা এফসি-তে যোগ দেওয়ার পরে তিনি পরবর্তী মরসুমে লোনে যান ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সে। সেখান থেকেই এটিকে মোহনবাগানে আসছেন পেট্রাটস। ক্লাব ফুটবলে এ পর্যন্ত ৫৪টি গোল রয়েছে তাঁর।
কৃষ্ণ মূলত ফেরান্দোর পরিকল্পনামাফিক খেলতে পারছিলেন না। তার খেলার ধরন ফেরান্দোর খেলার ধরনের থেকে পৃথক ছিল। এই কারণেই নাকি ফিজির স্ট্রাইকারকে ছেড়ে দিয়েছিল মোহনবাগান। পেট্রাটোস কিন্তু শুধু স্ট্রাইকার নন, তার খেলার মধ্যে বৈচিত্র রয়েছে। স্ট্রাইকারের পাশাপাশি তিনি অ্যাটাকিং মিডফিল্ড এবং উইঙ্গে খেলতেও সিদ্ধহস্ত। উপরন্তু. তার অভিজ্ঞতার কথা না বললেই নয়। ব্রিসবেন রোরের মতো ক্লাবের হয়ে পেট্রাটোস ২০১৩-১৪ মরসুমে 'এ' লিগ জিতেছেন। খেলেছেন সৌদি আরবের আল ওহেদার ক্লাবেও।