Dinesh Karthik: ২২ গজে নতুন ভূমিকায়, আর ক্রিকেটার নন, এবার ইংল্যান্ড দলের 'কোচ' হিসেবে মাঠে নামবেন কার্তিক
Dinesh Karthik Coach: সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করবেন কার্তিক। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ৯ দিনের জন্য দায়িত্বভার সামলাবেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।
লন্ডন: ভারতের জার্সিতে ২০২২ টি-টােয়েন্টি বিশ্বকাপের পর আর তাঁকে দেখা যায়নি। সরকারিভাবে অবসর ঘোষণা করেননি এখনও। আইপিএলেও খেলছেন প্রতি বছরই। তবে তারই মধ্যে এবার নতুন দায়িত্ব পেলেন দীনেশ কার্তিক। ইংল্য়ান্ড লায়ন্স দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন এই উইকেট কিপার ব্য়াটার। ভারত সফরে টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড শিবির। তার আগে ভারতীয় এ দলের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড লায়ন্স দল। সেই দলেরই সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করবেন কার্তিক। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ৯ দিনের জন্য দায়িত্বভার সামলাবেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।
দু দিনের প্রস্তুতি ম্য়াচ দিয়ে সফর শুরু হবে। আগামী ১২ জানুয়ারি থেকে যা শুরু হবে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্রাউন্ড বি-তে খেলা হবে। প্রথম চারদিনের ম্যাচ খেলা হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মূল মাঠে। তা শুরু হবে ১৭ জানুয়ারি থেকে। ক্রিকেটার হিসেবে ২০০৭, ২০১৮ সালে টেস্ট সিরিজ খেলেছেন কার্তিক ইংল্যান্ডে। এছাড়া ২০১৯ বিশ্বকাপে ইংল্য়ান্ডের মাটিতে খেলেছিলেন। অভিজ্ঞতার ভাঁড়ার পূর্ণ। তা কাজে লাগাতে চাইছে ইংল্য়ান্ড ক্রিকেট। উল্লেখ্য, যে ভারতীয় এ দলের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড লায়ন্স, সেই ভারতীয় এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। উল্লেখ্য়, ১৮ জানুয়ারি ইংল্যান্ড লায়ন্সের অন্যতম ব্যাটিং পরামর্শদাতা ইয়ান বেল ভারতে এসে পৌঁছবেন। বেল দলের সঙ্গে যোগ দিলেই কার্তিকের দায়িত্ব ফুরোবে। বেল আপাতত মেলবোর্ন রেনেগেডস দলের সহকারী কোচ হিসেবে বিগ ব্যাশ লিগে ব্যস্ত রয়েছেন।
ইংল্যান্ডের পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাত বলেন, ''দীনেশ কার্তিককে পাওয়া দারুণ ব্যাপার। ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। ভারতের মাটিতে টেস্টে সাফল্য পাওয়ার রহস্য বাতলে দেবে কার্তিক।''
উল্লেখ্য, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু'দিনের প্রস্তুতি ম্যাচ ও প্রথম চারদিনের ম্য়াচের জন্য ভারত এ দল বেছে নেওয়া হল শনিবার। সেই দলের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে অভিমন্যুর হাতে। সুযোগ পেয়েছেন বাংলার পেসার আকাশ দীপও।
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় সিনিয়র দলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অভিমন্যুর। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকে পরপর দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন সাই সুদর্শন। তাঁকেও সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় এ দলে। তিনিই সম্ভবত অভিমন্যুর সঙ্গে ইনিংস ওপেন করবেন। তবে দলে রাখা হয়নি দেবদত্ত পাড়িক্কলকে। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারদিনের ম্যাচে খেলেছিলেন দেবদত্ত। শনিবার রঞ্জি ট্রফির ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ১৯৩ রান করেছেন তিনি। তবে ভারত এ দলে সুযোগ পাননি।