Gavaskar on Kohli: দর্শকশূন্য মাঠে কোহলির শততম টেস্ট, গাওস্কর হতাশ, তবে...
Virat Kohli 100th Test Match: শততম টেস্ট ম্যাচে খেলতে নামার আগে বিরাট কোহলিকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। তবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে দর্শকশূন্য মাঠে। যা নিয়ে বিতর্কও হচ্ছে।
![Gavaskar on Kohli: দর্শকশূন্য মাঠে কোহলির শততম টেস্ট, গাওস্কর হতাশ, তবে... Disappointing to have no crowd in Virat Kohli's 100th Test but decision taken in greater interest: Sunil Gavaskar Gavaskar on Kohli: দর্শকশূন্য মাঠে কোহলির শততম টেস্ট, গাওস্কর হতাশ, তবে...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/01/29beede2e054740c920fe579b80afd70_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মোহালি: শততম টেস্ট ম্যাচে খেলতে নামবেন। কেরিয়ারের মাইলফলক স্পর্শ করার আগে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। তবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে দর্শকশূন্য মাঠে। যা নিয়ে বিতর্কও হচ্ছে বিস্তর। বলা হচ্ছে, টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে যেখানে সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, দ্বিতীয় টেস্টে যেখানে মাঠে দর্শক থাকবে, সেখানে কেন কোহলির শততম টেস্ট মাঠে বসে দেখা থেকে ভক্তদের বঞ্চিত করা হচ্ছে?
কিংবদন্তি সুনীল গাওস্করও (Sunil Gavaskar) এই সিদ্ধান্তে হতাশ। তিনি বলেছেন, 'সকলেই চায় দর্শকের সামনে খেলতে। ক্রিকেটার হোক বা অভিনেতা, সকল পারফর্মারই দর্শক পছন্দ করে। শততম টেস্ট ম্যাচ খুব স্পেশ্যাল। সেই ম্যাচ কোহলিকে ফাঁকা মাঠে খেলতে হবে সেটা হতাশাজনক।' তবে গাওস্কর বলেছেন, 'বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহালিতে করোনা সংক্রমণ বাড়ছে।'
অনেকেই যাঁকে বিশ্বের সেরা ব্যাটার মনে করে থাকেন। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্টে মাঠে নামার আগে বিরাট কোহলি অবশ্য নীরবে শুরু করে দিয়েছেন সাধনা। মোহালির নেটে ব্যাটিং প্রস্তুতি শুরু করে দিয়েছেন কিং কোহলি।
সদ্যসমাপ্ত ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজে খেলেননি কোহলি। বিশ্রাম নিয়েছিলেন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়ে যেতেই নিয়মরক্ষার তৃতীয় ম্যাচেও খেলেননি তিনি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। স্ত্রী অনুষ্কাকে নিয়ে আগেভাগেই চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছেন। সেখানে সতীর্থ ঋষভ পন্থের সঙ্গে নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন কোহলি।
১১ বছর আগে, ২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল বিরাটের। সেই ম্যাচে অবশ্য রান পাননি। দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ৪ ও ১৫ রান। ব্যাট করেছিলেন পাঁচ নম্বরে। দুই ইনিংসেই ফিডেল এডওয়ার্ডের বলে কট বিহাইন্ড হন কোহলি। সেই ম্যাচ ভারত জিতেছিল রাহুল দ্রাবিড়ের ব্যাটিং দৃঢ়তায়। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন দ্রাবিড়। ম্যাচের সেরাও হয়েছিলেন দ্য ওয়াল। ঘটনাচক্রে, বিরাট যখন কেরিয়ারের একশোতম টেস্ট ম্যাচ খেলতে নামছেন, ভারতীয় সিনিয়র দলের কোচের নাম দ্রাবিড়।
পরের এগারো বছর অবশ্য বিশ্বক্রিকেটকে শাসন করেছে বিরাটের ব্যাট। ৯৯ টেস্টে ৭৯৬২ রান করেছেন দিল্লির ডানহাতি। যার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি। টেস্টে অনবদ্য ব্যাটিং গড় ৫০.৩৯। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। যা তিনি করেছিলেন পুনেতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৯ সালে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)