(Source: Poll of Polls)
Dream 11 IPL 2020 Sponsors: ২২০ কোটি টাকায় আইপিএল ২০২০ টাইটেল স্পনসর জিতল 'ড্রিম ১১'
Dream 11 IPL 2020 Title Sponsors: আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে ড্রিম১১-এর প্রতিদ্বন্দ্বিতা ছিল টাটা সন্স, বাইজু এবং আনঅ্যাকাডেমির সঙ্গে
মুম্বই: আইপিএল-এর টাইটেল (প্রধান) স্পনসর হিসেবে 'ড্রিম ১১' সংস্থাকে নিয়োগ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। চুক্তির মূল্য প্রায় ২২০ কোটি টাকা।
প্রসঙ্গত এমনিতেই আইপিএল-এর অন্যতম পার্টনার ছিল এই ফ্যান্টাসি ক্রিকেট লিগ প্ল্যাটফর্মটি। আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে ড্রিম১১-এর প্রতিদ্বন্দ্বিতা ছিল টাটা সন্স, বাইজু এবং আনঅ্যাকাডেমির সঙ্গে।
জানা গিয়েছে, অর্থের জোরেই স্পনসরশিপের বরাত জিতে নিল ড্রিম ১১। সূত্রের খবর, আনঅ্যাকাডেমির দর ছিল ২১০ কোটি টাকা। টাটা সন্স দিয়েছিল ১৮০ কোটি টাকা ও বাইজু দর দিয়েছিল ১২৫ কোটি টাকা।
প্রসঙ্গত, পাঁচ বছরের জন্য (২০১৮-২০২২) আইপিএল-এর টাইটেল স্পনসরশিপ ছিল ভিভোর দখলে। এর জন্য ২০০০ কোটির বেশি টাকার চুক্তি হয়েছিল বোর্ডের সঙ্গে।
কিন্তু, পূর্ব লাদাখের গালওয়ানে চিনা সেনার বর্বরোচিত হামলায় ভারতীয় জওয়ানের মৃত্যু ও ভারত-চিন সীমান্তে সংঘাতের জেরে দেশজুড়ে বয়কট চায়না দাবি ওঠে। এরপরই, আইপিএল থেকে সরে দাঁড়ায় চিনা মোবাইল সংস্থা ভিভো।