এক্সপ্লোর
পূজারার দ্বিশতরানে ভর করে রানের পাহাড়ে ইন্ডিয়া ব্লু

গ্রেটার নয়ডা: চেতেশ্বর পূজারার অপরাজিত ২৫৬ রানের সুবাদে দলীপ ট্রফির ফাইনালের দ্বিতীয় দিনে ৬৯৩ রানের বিশাল স্কোর খাড়া করল ইন্ডিয়া ব্লু। দিনের শেষে ১৬ রানে দু উইকেট খুইয়ে বিপাকে ইন্ডিয়া রেড। পরপর দু বলে অভিনব মুকুন্দ (২) ও সুদীপ চট্টোপাধ্যায়কে (০) ফিরিয়ে দিয়েছেন পঙ্কজ সিংহ। সম্প্রতি টেস্টে ভাল ফর্মে নেই পূজারা। ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। যার জেরে চতুর্থ টেস্টে বাদও পড়তে হয়েছিল। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফর্ম ফিরে পেয়েছেন পূজারা। ৩৬৩ বলে ২৮টি বাউন্ডারির সাহায্যে ২৫৬ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর সঙ্গে জুটি বেঁধে সৌরাষ্ট্রেরই অপর এক ব্যাটসম্যান শেলডন জ্যাকসন ১৩৪ রান করেছেন। এই জুটিতে ২৪৩ রান ওঠে। দীনেশ কার্তিক (৫৫), দুই ওপেনার ময়ঙ্ক অগ্রবাল (৫৭) এবং অধিনায়ক গৌতম গম্ভীরও (৯৪) বড় রান করেছেন। এরই ফলে বিশাল স্কোর হয়েছে ইন্ডিয়া ব্লু-র। এই ম্যাচে প্রথম ইনিংসে বড় রান তুলে বিপক্ষকে কোণঠাসা করে দেওয়াই গম্ভীরের লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে তিনি পুরোপুরি সফল। ইন্ডিয়া রেড-এর অধিনায়ক যুবরাজ সিংহ স্পিনারদের ব্যবহার করে বিপক্ষ ব্যাটসম্যানদের চাপে ফেলতে চেয়েছিলেন। কিন্তু তাঁর এই স্ট্যাটেজি সফল হয়নি। পাটা উইকেটে গম্ভীরের দলের ব্যাটসম্যানরাই দাপট দেখিয়েছেন। অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র দু উইকেটে পেলেও, তার বিনিময়ে ১৭১ রান দিয়েছেন। তরুণ চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ২১৪ রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















