এক্সপ্লোর

Durand Cup: এগিয়ে গিয়েও ড্র, ডুরান্ডের নক আউটের রাস্তা কঠিন হচ্ছে এটিকে মোহনবাগানের

ATK MB: প্রথম ম্যাচ পরাজয়। দ্বিতীয় ম্যাচে ড্র। ডুরান্ড কাপের (Durand Cup) নক আউট পর্ব থেকে আরও কিছুটা দূরে সরে গেল এটিকে মোহনবাগান (ATK MB)।

কলকাতা: প্রথম ম্যাচ পরাজয়। দ্বিতীয় ম্যাচে ড্র। ডুরান্ড কাপের (Durand Cup) নক আউট পর্ব থেকে আরও কিছুটা দূরে সরে গেল এটিকে মোহনবাগান (ATK MB)। বুধবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৭৭ মিনিট পর্যন্ত লিস্টন কোলাসোর গোলে এগিয়ে থেকেও জিততে পারল না সবুজ-মেরুন শিবির। গত দুই মরসুমে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে অপরাজিত থাকার ধারাবাহিকতা এই ম্যাচেও বজায় রাখল মুম্বই সিটি এফসি। আর্জেন্তাইন ফরওয়ার্ড জর্জ পেরেইরা দিয়াজের গোলে সমতা ফেরায় মুম্বই সিটি এফসি।

এটিকে মোহনবাগানের চ্যালেঞ্জ বেশ কঠিন। পরের দুই ম্যাচে তাদের জিততেই হবে। না হলে বিদায়। মুম্বইকে এখন অন্তত একটি ম্যাচ জিততেই হবে। দুই ম্যাচে মুম্বই সিটি এফসি চার পয়েন্ট পেয়ে আপাতত ‘বি’ গ্রুপে শীর্ষে। এটিকে মোহনবাগানের সংগ্রহ দুই ম্যাচে এক পয়েন্ট। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ও রাজস্থান ইউনাইটেডের মধ্যে ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে দুই দলকেই।

বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু থেকেই বিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে এটিকে মোহনবাগান। দ্বিতীয় মিনিটেই ডানদিক দিয়ে ওঠা লিস্টন কোলাসোর কোনাকুনি শট পোস্টে লেগে ফিরে আসে। কোলাসোকে এ দিন ডানদিক দিয়ে আক্রমণে উঠতে দেখা যায়। পিছন থেকে আশিস রাই তাঁকে সাহায্য করছিলেন। বাঁ দিক দিয়ে আশিক কুরুনিয়ান আক্রমণ তৈরির চেষ্টা করেন। তবে মুম্বই সিটি এফসি-র শক্তিশালী রক্ষণে বারবার আটকে যান তাঁরা।

বিপক্ষকে পরখ করে নিয়ে অবশ্য কিছুক্ষণ পর থেকে মুম্বইও পাল্টা আক্রমণ শুরু করে। ১৫ মিনিটের মাথায় বিপিন সিংহ কাউন্টার অ্যাটাকে উঠে বিপক্ষের বক্সের কাছে চলে গেলেও প্রীতম ও পোগবা তাঁকে থামান। এর পর থেকে লম্বা পাস ও এরিয়াল পাসে খেলা শুরু করে মুম্বই। যার জেরে এটিকে মোহনবাগান রক্ষণকেও তাদের রণনীতি বদলাতে হয়।

মুম্বইয়ের রক্ষণ সমস্যায় পড়ে ২৭ মিনিটের মাথায় রাহুল ভেকে চোট পেয়ে বেরিয়ে যাওয়ায়। মেহতাব সিংহ তাঁর জায়গায় নামেন। ৩০ মিনিটের মাথায় নগুয়েরার পাস থেকে বল পেয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে গোলে শট নেন বিপিন, যা দ্বিতীয় পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। বিপিনকে আটকানোর চেষ্টা করেনও পারেননি প্রীতম। ৩৪ মিনিটের মাথায় গ্রেগ স্টুয়ার্ট বক্সের মাঝখান থেকে গোলে শট নিলেও তিনি অফ সাইডে ছিলেন। ফিরতি বল পেয়ে বিপিন ফের বক্সে ঢুকে শট নিলে তা গোলকিপার বিশাল কয়েথের গ্লাভসে জমা হয়ে যায়।  

তবে ৪০ মিনিটের মাথায় কাজের কাজটি করে ফেলে এটিকে মোহনবাগান। ডানদিকের উইংয়ে হুগো বুমৌসের পা থেকে বল পেয়ে বক্সে ঢুকে ক্রস দেন আশিস, যা মুম্বইয়ের গোলকিপার ফুর্বা লাচেনপার হাতে লেগে ছিটকে সামনে লিস্টন কোলাসোর পায়ে এসে পড়ে এবং তিনি গোলে শট নিয়ে বিন্দুমাত্র ভুল করেননি (১-০)।

দ্বিতীয়ার্ধের শুরুতে বিক্রম প্রতাপ সিংহের জায়গায় আর্জেন্তিনার ফরওয়ার্ড জর্জ পেরেইরা দিয়াজকে নামান মুম্বইয়ের কোচ ডেস বাকিংহাম। ব্যবধান বাড়ানোর লক্ষ্যে এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোও জোড়া পরিবর্তন করেন ৬১ মিনিটের মাথায়। কাউকোর জায়গায় নামেন কিয়ান নাসিরি ও আশিকের জায়গায় নামেন মনবীর সিংহ।

তবে মুম্বই সিটি এফসি ক্রমশ নিজেদের মধ্যে পাসের সংখ্যা বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে এবং তার জেরেই ৭৭ মিনিটে সমতা ফেরায় তারা। ৬৮ মিনিটের মাথায় যিনি পরিবর্ত হিসেবে নেমেছিলেন, সেই পেরেইরা দিয়াজই গোল করে দলকে ফের লড়াইয়ের জায়গায় এনে দেন।

এটিকে মোহনবাগান দলবিশাল কয়েথ (গোল), আশিস রাই (লালরিয়ানা হ্নামতে), প্রীতম কোটাল, ফ্লোরেন্তিন পোগবা, শুভাশিস বসু, দীপক টাঙরি (প্রণয় হালদার), কার্ল ম্যাকহিউ, জনি কাউকো (কিয়ান নাসিরি), হুগো বুমৌস (লেনি রড্রিগেজ), আশিক কুরুনিয়ান (মনবীর সিংহ), লিস্টন কোলাসো।

আরও পড়ুন: বাবা চালাতেন ট্যাক্সি, ভারত এ দলে সুযোগ পেয়ে আবেগে ভাসতে নারাজ বাংলার বোলার

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Team India Victory Parade Live: টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Advertisement
ABP Premium

ভিডিও

Arjun Singh: চাপে পড়ে জয়ন্তকে আত্মসমর্পণ করতে বাধ্য করিয়েছে তৃণমূল: অর্জুন সিংহ। ABP Ananda LiveSubodh Singh: ফোনে সুবোধের শাগরেদ রওশন ব্যারাকপুরের ব্যবসায়ীকে কী হুমকি দিয়েছিলেন? ABP Ananda LiveNEET Scam: NEET প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে ফের পথে SFI,  কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ।Ariadaha Incident: আড়িয়াদহকান্ডে গ্রেফতার মদন-ঘনিষ্ঠ জয়ন্ত, কী বলছেন বিজেপি নেতা অর্জুন সিং?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Team India Victory Parade Live: টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Weather Today: নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
Mukul Roy Injured: বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
Narendra Modi: সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
Kolkata News: ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Embed widget