East Bengal Update: সম্পর্কে ইতি, বিনা শর্তে ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফেরাচ্ছে শ্রী সিমেন্ট
বেশ কিছুদিন ধরেই জটিলতা তৈরি হয়েছিল। এবার ক্লাব কর্তৃপক্ষকে ই মেলের মারফৎ স্পোর্টিং রাইটস ছিন্ন করার কথা জানিয়ে দিল বিনিয়োগকারীরা।
কলকাতা: সম্ভাবনা এমনই ছিল। অবশেষে তাই সত্যি হল। ইস্টবেঙ্গলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করল শ্রী সিমেন্ট। বেশ কিছুদিন ধরেই জটিলতা তৈরি হয়েছিল। এবার ক্লাব কর্তৃপক্ষকে ই-মেলের মারফৎ স্পোর্টিং রাইটস ছিন্ন করার কথা জানিয়ে দিল বিনিয়োগকারীরা।
গত মরসুমের একদম শেষ মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে অন্তর্ভুক্তি ঘটে ইস্টবেঙ্গলের। মুখ্যমন্ত্রীর উদ্যোগে লাল-হলুদে এসেছিল স্পনসর। লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে প্রাথমিক চুক্তিতে সই করেন ইস্ট বেঙ্গল কর্তারা। কিন্তু এই মরসুমে যখন আইএসএল এগিয়ে আসছে তখন থেকেই লগ্নিকারী সংস্থার সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের মতবিরোধ তুঙ্গে ওঠে। সূত্রের খবর, লগ্নিকারীদের দাবি ক্লাব কর্তারা চূড়ান্ত চুক্তিতে সই না করলে তাঁরা বিনিয়োগ করবেন না। এদিকে ক্লাব কর্তাদের অভিযোগ, প্রাথমিক চুক্তির সঙ্গে চূড়ান্ত চুক্তির বিস্তর ফারাক রয়েছে। চূড়ান্ত চুক্তিতে সই করলে, ক্লাব কর্তৃপক্ষের হাতে কোনও অধিকারই থাকবে না। সমর্থকদের ক্লাবে ঢোকা-বেরনোর ক্ষেত্রে বিধি-নিষেধ জারি হবে। জানা যায়, বিরোধের মধ্যেই চুক্তিপত্র পরিমার্জিত করে পাঠায় লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট। কিন্তু তাতেও সম্মত না হওয়ায় সই করেননি ক্লাব কর্তারা। এর পরই সর্বসম্মতিক্রমে ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, চুক্তিপত্রে সই করা হবে না।
যে সমস্যার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বার্তা পেয়ে ফের একবার কথা এগোতে শুরু করে দু'পক্ষের। নিযুক্ত হন দু'জন মধ্যস্থতাকারীও। কিন্তু তার পরেও শেষমেশ সমস্যার সমাধান হল না। ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্পোর্টিস রাইটস ফেরানোর বার্তা জানিয়ে দিল বিনিয়োগকারীরা। মাঝে ইতিমধ্যে বিনিয়োগকারী ও ক্লাব কর্তাদের পক্ষে দুটি গোষ্টীর মধ্যে সংঘর্ষে ময়দানকে উত্তপ্ত হতেও দেখা গিয়েছিল। কিছুদিন আগে চুক্তি বিতর্ক ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের সামনে। চুক্তি-বিরোধ নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে সমর্থকদের এক পক্ষ। অপরপক্ষ আবার চুক্তিতে সইয়ের পক্ষে। তাই ইস্টবেঙ্গল ক্লাবের অদূরে সংঘর্ষ বাধে। শেষমেশ পুলিশকে লাঠিচার্জ করতে হয় পরিস্থিতি আয়ত্ত্বে এনেছিল।