CFL 2023: ইস্টবেঙ্গলের বিজয়রথ অব্যাহত, কলকাতা ফুটবল লিগে এরিয়ানকে ২-০ হারাল লাল হলুদ
East Bengal: নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই লাল হলুদের হয়ে দুইটি গোল করেন জেসিন টিকে এবং আমন সিংহ।
কলকাতা: মরশুমের শুরুটা ভাল না করলেও, ইতিমধ্যেই ডুরান্ড কাপের পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতা লিগেও (Calcutta Football League 2023) দারুণ ছন্দে লাল হলুদ শিবির। এবার সিএফএলে ২-০ স্কোরলাইনে পড়শি ক্লাব এরিয়ানকে (Aryan Club) হারাল ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই লাল হলুদের হয়ে দুইটি গোল করেন জেসিন টিকে এবং আমন সিংহ।
এরিয়ান ক্লাব কিন্তু এ বারের কলকাতা লিগে বেশ ভালই ছন্দে রয়েছে। এই ম্যাচের আগে আট ম্যাচ খেলে ১৮ পয়েন্ট ঘরে তুলে নিয়েছিল তাঁরা। ইস্টবেঙ্গলের সেখানে ৯ ম্যাচে ছিল ২১ পয়েন্ট। তাই লিগ তালিকার দিকে তাকালে অন্তত ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ছিল। কিন্তু মাঠে তেমনটা হল না। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখাল লাল হলুদ শিবির। বল দখল থেকে গোল লক্ষ্য করে শট করা, সবক্ষেত্রেই এগিয়ে ছিলেন বিনো জর্জের ছেলেরা।
এই টুর্নামেন্টে ময়দানের বড় ক্লাবগুলি মূলত নিজেদের রিজার্ভ দলই খেলাচ্ছে। ইস্টবেঙ্গলও তার অন্যথা নয়। তবে ম্যাচের আগে লাল হলুদের রিজার্ভ দলের একাধিক ফুটবলার চোট আঘাতে জর্জরিত হয়ে পড়ে। সেই কারণেই একেবারে সিনিয়র দলের সাত ফুটবলারকে এদিনের একাদশে খেলতে নাম বিনো। সেই কারণেই খেলাটা আরও একপেশে হয়ে যায়। ম্যাচে ৭০ শতাংশ সময় বল ইস্টবেঙ্গল খেলোয়াড়দের দখলেই ছিল। গোল লক্ষ্য করে আটটি শটও নেয় ইস্টবেঙ্গল।
প্রথমার্ধের একেবারে শেষের দিকে ইনজুরি টাইমে দুইটি গোল করে লাল হলুদ। ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে জেসিন ইস্টবেঙ্গলকে ম্যাচে কাঙ্খিত লিড এনে দিতে সক্ষম হন। সেই গোলের তিন মিনিট পরেই লাল হলুদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আমন। প্রথমার্ধের শেষ লগ্নে দুইটি গোল এলেও দ্বিতীয়ার্ধে কিন্তু আর গোলের দরজা খুলতে পারেননি ইস্টবেঙ্গল ফুটবলাররা। ফলে ২-০ স্কোরলাইনে ম্যাচ জিতে নেন তাঁরা। এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের এই টুর্নামেন্টের পরের রাউন্ডে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে গেল। এটি এই টুর্নামেন্টে লাল হলুদের সপ্তম জয়। ২৪ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ 'বি'-র শীর্ষেই রয়েছেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: রোনাল্ডো ফিরলেও নাগাড়ে দ্বিতীয় ম্যাচে পরাজিত হল আল নাসর