AL Nassr: রোনাল্ডো ফিরলেও নাগাড়ে দ্বিতীয় ম্যাচে পরাজিত হল আল নাসর
Cristiano Ronaldo: চোটের কারণে সৌদি প্রো লিগের প্রথম ম্যাচে আল নাসরের হয়ে মাঠে নামতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
নয়াদিল্লি: দলের মহাতারকা একাদশে ফিরলেন বটে, তবে জয়ের দেখা পেল না আল নাসর। সৌদি প্রো লিগে (Saudi Pro League) নাগাড়ে দ্বিতীয় ম্যাচে পরাজিত হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আল নাসর ক্লাব (Al Nassr)। এবার আল তাউনের বিরুদ্ধে ২-০ গোলে হারতে হল তাঁদের।
লিগের প্রথম ম্যাচে চোটের কারণে স্টিভেন জেরার্ডের তত্ত্বাবধানে খেলা আল ইত্তিফাকের বিরুদ্ধে খেলতে পারেননি রোনাল্ডো। সেই ম্যাচে সাদিও মানে গোল করে আল নাসরকে এগিয়ে দিলেও, ২-১ ব্যবধানে পরাজিত হয় তারা। এবার মানে, মার্সেলো ব্রোজোভিচ, রোনাল্ডো, সকলে খেললেও হার ঠেকাতে পারল না আল নাসর। ম্যাচের শুরুটা অবশ্য আল নাসরই বেশি ভাল করেছিল। রোনাল্ডোর বিরুদ্ধে কার্যত হিমশিম খাচ্ছিল প্রতিপক্ষ রক্ষণ। কিন্তু লিয়ান্দ্রে তাওয়াম্বা মাত্র ২০ মিনিটেই আল নাসর রক্ষণ ভেঙে, ম্যাচের গতির খানিকটা বিপরীতেই আল তাউনকে এগিয়ে দেন।
প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল করার একটা সুযোগ তৈরি হয়েছিল রোনাল্ডোর সামনে। পেনাল্টি পেয়েছিল আল নাসর। তবে ভিএআরের সুবাদে পেনাল্টির সিদ্ধান্ত বদল করা হয়। রোনাল্ডো গোটা বিষয়ে স্বাভাবিকভাবেই নিজের অসন্তোষ প্রকাশ করেন। প্রথমার্ধ শেষে তাঁকে চতুর্থ রেফারির সঙ্গে কথা কাটাকাটিতেও জড়াতে দেখা যায়। দ্বিতীয়ার্ধে আল নাসরের আক্রমণে প্রথমার্ধের ঝাঁঝ লক্ষ্য করা যায়নি। গোলের তেকাঠির মধ্যে তেমন শটও রাখতে পারেননি রোনাল্ডোরা। শেষমেশ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আমেদ বাহুশান আল তাউনের হয়ে দ্বিতীয় গোলটি করে দলের জয় সুনিশ্চিত করেন।
বর্তমানে সৌদি প্রো লিগে দুই ম্যাচের পর মাত্র পাঁচটি দলই এখনও পয়েন্ট তালিকায় খাতা খুলতে পারেনি, যাদের মধ্যে অন্যতম হল রোনাল্ডোর আল নাসর। তারা কেবল গোল পার্থক্যের জেরেই আপাতত অবনমন তালিকার বাইরে রয়েছে। তবে সদ্যই মরশুম শুরু হয়েছে। তাই এখনই উদ্বেগের তেমন কোনও কারণ দেখছেন না বিশেষজ্ঞরা। দিন কয়েক আগেই জোড়া গোল করে রোনাল্ডো নয় জনের আল নাসরকে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিততে সাহায্য করেন। তাই তিনিও ভাল ফর্মেই রয়েছেন। তাই আল নাসর দ্রুতই ঘুরে দাঁড়াবে, এমন আশা করাই যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি