এক্সপ্লোর
ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে জামশেদপুরকে ৬-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল, নতুন স্প্যানিশ স্ট্রাইকারের নাম ঘোষণা
জোড়া গোল হাইমে স্যান্টোস কোলাদো ও বিদ্যাসাগর সিংহের। একটি করে গোল পিন্টু মাহাত ও বৈথাং হাওকিপের।

কলকাতা: চলতি ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে অনায়াস জয়ের দিনই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। দলের নতুন বিদেশি স্ট্রাইকার হিসেবে স্পেনের মার্কোস হিমেনেজ দে লা এস্পাদা মার্টিনের নাম ঘোষণা করা হল। ৩৩ বছর বয়সি এই স্ট্রাইকারের উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত তিন মরসুমে ৩১টি গোল করেছেন মার্কোস। তিনি দলে যোগ দেওয়ার পর গোল করে সমর্থকদের মুখে হাসি ফোটাবেন বলেই আশা লাল-হলুদ শিবিরের।
We welcome Marcos Jiménez de la Espada Martín, to the QEBFC family for the season. The 33 year old 6’1” striker has an impressive 31 goals to his name in the last 3 seasons. With Martin spearheading our attack, we are sure to be a force to reckon with.#QEBFC #NewSigning pic.twitter.com/Ve2wRlqT2j
— Quess East Bengal FC (@eastbengalfc) August 6, 2019
এবারের ডুরান্ড কাপের প্রথম ম্যাচে আর্মি রেডকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। আজ দ্বিতীয় ম্যাচে জয় এল ৬-০ গোলে। জোড়া গোল হাইমে স্যান্টোস কোলাদো ও বিদ্যাসাগর সিংহের। একটি করে গোল পিন্টু মাহাত ও বৈথাং হাওকিপের। দু’টি অর্ধে তিনটি করে গোল করে ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে গ্রুপের শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ড্র করলেই শেষ চারে পৌঁছে যাবে লাল-হলুদ ব্রিগেড। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















