EB vs KBFC: দলের পারফরম্যান্সে গর্বিত কনস্ট্যান্টাইন, আইএসএলে প্রথমবার কেরলকে হারাল ইস্টবেঙ্গল
East Bengal: তিন মরসুমে এই প্রথমবার আইএসএলে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল। অবশ্য মরসুমের পঞ্চম জয় পেলেও লিগ তালিকায় লাল হলুদের কোনও উন্নতি হয়নি।
কলকাতা: টানা চার ম্যাচ হারের পর অবশেষে কেরল ব্লাস্টার্সকে ১-০ হারিয়ে জয়ের সরণীতে ফিরেছে ইস্টবেঙ্গল (East Bengal)। ঘরের মাঠে এই মরসুমে মাত্র তৃতীয় ম্যাচ জিতল লাল হলুদ বাহিনী। ফের একবার ইস্টবেঙ্গলের ত্রাতা হয়ে উঠেন ক্লেটন সিলভা (Cleiton Silva)। নিজের জন্মদিনে এই মরসুমে নিজের দশম গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। ব়্যান্টি মার্টিন্সের (১৫) পর এই প্রথম কোনও তারকা শীর্ষ লিগে লাল হলুদের হয়ে এক মরসুমে দশটি গোল করলেন।
ক্লেটনের দশম গোল
ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ পান। শুরুতে কেরল বেশি ভাল গোলের সুযোগ পেলেও, প্রথমার্ধের শেষের দিকে ক্লেটন এবং ভিপি সুহের লাল হলুদের হয়ে গোলের দুরন্ত সুযোগ পান বটে। তবে কেউই জালে বল জড়াতে পারেননি। দ্বিতীয়ার্ধে শুরুতেও কেরলই গোলের সুবর্ণ সুযোগ পায়। তবে ম্যাচে লাল হলুদের হয়ে গোলের সামনে প্রাচীর তুলে দেন কমলজিৎ সিংহ। একের পর এক দুর্দান্ত সেভ করেন তিনি। ৭৭ মিনিটে অবশেষে গোলের হয়ে দরজা খোলে। ক্লেটন দারুণ তৎপরতা দেখিয়ে গোল করেন। তাঁর গোলেই ১-০ জয় পায় ইস্টবেঙ্গল। ম্য়াচে দুর্দান্ত খেললেও অবশ্য দুইটি হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখান মোবাশির রহমান। তিন
গর্বিত ইস্টবেঙ্গল কোচ
মরসুমে এই প্রথমবার আইএসএলে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল। অবশ্য মরসুমের পঞ্চম জয় পেলেও লিগ তালিকায় লাল হলুদের কোনও উন্নতি হয়নি। লাল হলুদের এই জয়ের পর উচ্ছ্বসিত কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। ম্যাচের পর গর্বিত লাল হলুদ কোচ বলেন, 'আজ দলের সকলে প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত লড়াই করেছে। দলের সকলে একজোট হয়ে আজ লড়াই করেছে। এমন দলই তো কাঙ্খিত। আমরা পরের মরসুমের জন্য অপেক্ষা করে রয়েছি। এই দলে সামান্য কিছু অদল বগল করেই পরের বছর লড়াইয়ে নামব। আমরা কিন্তু আগামী বছর প্রথম ছয়ের জন্য লড়াই করব।'
তিনি আরও বলেন, 'কোনও খেলোয়াড়ই, কোনও কোচই ভুল করতে চায় না। তবে তা সত্ত্বেও ম্যাচে ভুলত্রুটি তো হয়ই। ভুলের পর কেমনভাবে আমরা ফিরে আসি সেটাই তো আমাদের চরিত্র বোঝায়। আমি দলের খেলোয়াড়দের জন্য ভীষণই খুশি। ইস্টবেঙ্গলের মতো দলের পরপর চার ম্যাচ হারা শোভা পায় না। অবশেষে আমরা জয় পেয়েছি এবং এই জয়ে আমাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। পরের ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।' বুধবার, ৮ ফেব্রুয়ারি নর্থ ইস্টের বিরুদ্ধে পরের ম্যাচে মাঠে নামবে লাল হলুদ।
আরও পড়ুন: ২১ মাসের জন্য নির্বাসিত দীপা কর্মকার, নিষিদ্ধ ড্রাগ সেবনের শাস্তি