Mohammed Shami: SIR শুনানিতে ডাক পেয়েও যেতে পারলেন না শামি, চাপ কি বাড়বে ডানহাতি পেসারের জন্য?
SIR: বিজয় হাজারে ট্রফির ম্য়াচ খেলতে রাজকোটে রয়েছে বাংলা দল। বাংলা যদি পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় তাহলে ১২ জানুয়ারির পরও দলের সঙ্গেই থাকতে হবে।

কলকাতা: SIR- এ ডাক পড়েছে মহম্মদ শামি ও তাঁর ভাই মহম্মদ কাইফের। কিন্তু যেতে পারলেন না তারকা এই পেসার। আসলে বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলছেন এই মুহূর্তে শামি। তার জন্যই শুনানিতে ডাক পেয়েও যেতে পারলেন না তিনি। যাদবপুরের কার্জনগর স্কুলে শুনানিতে না গেলেও নির্বাচন কমিশনকে শামির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিজয় হাজারে খেলে ফেরার পরই তিনি এই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে কথা বলবেন। সূত্রের খবর ৯ জানুয়ারি থেক ১১ জানুয়ারি পর্যন্ত শুনানিতে হাজিরা দেওয়ার সময় আছে বলে জানানো হয়েছিল কমিশনের তরফে।
এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফির ম্য়াচ খেলতে রাজকোটে রয়েছে বাংলা দল। বাংলা যদি পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় তাহলে ১২ জানুয়ারির পরও দলের সঙ্গেই থাকতে হবে। তবে যদি বাংলা পরের রাউন্ডে জায়গা না করে তাহলে ৮ জানুয়ারির পরই ফাঁকা হয়ে যাবেন ভারতীয় দলের তারকা পেসার। শামি কলকাতায় যে মূলত ৯৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সেই ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, ''যেহেতু শামি বাংলার হয়ে অন্যরাজ্যে খেলতে গিয়েছেন, তাই আমাদের দায়িত্ব এটি যে SIR সংক্রান্ত বিষয়ে আমাদের ওঁর পাশে দাঁড়ানো ও তাঁকে সাহায্য করা। এই বিষয়ে সবরকম সাহায্যের জন্য় প্রস্তুত আছি। সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে উদ্যোগী হব।'' এর পাশাপাশি শাসক দলের বিএলএ ও বিএলএ ২ রাও শামিকে সাহায্য করবেন যথাযত, এমনটাই জানিয়েছেন ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
তবে শামি যদি শুনানিতে হাজিরা না দিতে পারেন। তবে সেই সম্ভাবনা কমই। কারণ ৮ তারিখের পর বাংলা যদি পরের রাউন্ডে জায়গা করে নেয়ও, তাহলেও হাতে ৪ দিন সময় পাচ্ছেন ডানহাতি পেসার। তার মধ্যেই তিনি এসে তাঁর SIR সংক্রান্ত যাবতীয় কাজ মিটিয়ে ফের গিয়ে বাংলা দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
শামির পাশে ইরফান
একের পর এক ঘরোয়া টুর্নামেন্টে ধারাবাহিক ভাল পারফর্ম করার পরেও জাতীয় দলে ব্রাত্যই রয়ে গিয়েছেন মহম্মদ শামি। নিজের ইউটিউব চ্যানেলে ইরফান পাঠান বলেন, ''নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল থেকে সবচেয়ে বড় যে পয়েন্টটি আলোচনার তা হল, মহম্মদ শামির দলে না থাকা। তাহলে ওর ভবিষ্যৎ কী? শামি এমন কেউ নয় যে ও কালই এসেছে, কয়েকটি মাত্র ম্য়াচ খেলেছে আর চলে গিয়েছে। ও কিন্তু ৪০০-৫০০ আন্তর্জাতিক উইকেটের মালিক। যা অনেক বড় নম্বর। যদি আপনার ঝুলিতে ৪০০ উইকেট থাকে আর আপনাকে ক্রমাগত মাঠের বাইরে থাকতে হয় তাহলে প্রশ্ন উঠবেই।''






















