US Open 2021: আর্থার অ্যাশ কোর্টের নতুন রানি ব্রিটিশ এমা রাদুকানু
US Open 2021: আর্থার অ্যাশ কোর্টে নতুন রানি হয়ে গেলেন ব্রিটিশ তরুণী এমা রাদুকানু। কানাডার প্রতিদ্বন্দ্বী লায়লা ফার্নান্ডেজকে হারিয়ে দিলেন স্ট্রেট সেটে।
নিউ ইয়র্ক: নতুন রানি আসতে চলেছে, আগে থেকেই নিশ্চিত ছিল। কিন্তু লড়াই কতটা উপভোগ্য হবে তা নিয়েই সবার আগ্রহ ছিল। তবে ম্যাচ হল প্রায় এক তরফাই। আর আর্থার অ্যাশ কোর্টে নতুন রানি হয়ে গেলেন ব্রিটিশ তরুণী এমা রাদুকানু। কানাডার প্রতিদ্বন্দ্বী লায়লা ফার্নান্ডেজকে হারিয়ে দিলেন স্ট্রেট সেটে। খেলার ফল রাদুকানুর পক্ষে ৬-৪, ৬-৩।
এদিন ম্যাচের শুরুতে এগিয়ে ছিলেন এমা। কিন্তু খেলায় ফিরে আসার চেষ্টা করেছিলেন প্রতিপক্ষ লায়লা। তবে এদিন জয়ের জন্য যেন নিজের জীবন বাজি রেখেছিলেন এমা। তার জন্যই তো ম্যাচের ফাঁকেই বাঁ পায়ে রক্তাক্ত হওয়ার পরও প্লাস্টার লাগিয়ে ফের ম্যাচ খেলা শুরু করে দিলেন। যদিও এই নিয়ে ম্যাচ আম্পায়ারের কাছে অসন্তোষ প্রকাশ করেছিলেন লায়লা। তবে তাতে এমার জয় আটকাতে পারেননি তিনি। ব্যাকহ্যান্ড ফোরহ্যান্ড থেকে সার্ভ সবেতেই সেরা ছিলেন এমা।
প্রতিপক্ষ কানাডিয়ান। কিন্তু তার থেকেও আশ্চর্যের যে এমা নিজেও কানাডায় জন্ম। তবে পরিবারের সঙ্গে মাত্র ২ বছর বয়সে ইংল্যান্ডে পাড়ি দেন তিনি। এরপর থেকে সেখানেই টেনিস চর্চা শুরু। পাঁচ বছর বয়সে টেনিস র্যাকেট হাতে তুলে নেন এমা। এবারের উইম্বলডনে প্রি কোয়ার্টার ফাইনালে ছিটকে যেতে হয়েছিল। কিন্তু নিজের ছাপ রেখে গিয়েছিলেন। ইউ এস ওপেন জিতে সেই আক্ষেপ মিটিয়ে নিলেন। সেরেনা উইলিয়ামসের পর তিনিও কোনও সেট না হেরে চ্যাম্পিয়ন হলেন। গত অগাস্টে কেরিয়ারের সেরা ক্রমতালিকায় ১৫০-র মধ্যে এসেছিলেন রাদুকানু। কিন্তু এবার ইউ এস ওপেন জয়ের পর তিরিশের মধ্যে ঢুকে পড়তে চলেছেন তিনি।
অন্যদিকে পুরুষদের ফাইনালে খেলতে নামবেন নোভাক জকোভিচ ও ড্যানিয়েল মেদভেদেভভ। এই ম্যাচে জিতলেই নজির গড়বেন জোকার। পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়বেন তিনি। এছাড়া এক মরসুমে চারটে গ্র্যান্ডস্লাম জয়ের নজিরও গড়বেন বিশ্বের এক নম্বর টেনিস তারকার।