Ind vs Eng: ধাক্কা মেরে দেব? রোহিতের জবাব শুনে তাজ্জব ক্রিকেটপ্রেমীরা
Rohit-Pant: ঘটনাটি ভারতীয় ইনিংসের প্রথম ওভারের। ডেভিড উইলির বল মিড উইকেটে ঠেলে এক রান নিতে দৌড়েছিলেন পন্থ। তারপর...
বার্মিংহ্যাম: ব্যাটার রান নেওয়ার সময় বোলার বা ফিল্ডাররা অনেক সময়ই দৌড়ের পথে চলে আসেন। কখনও অনিচ্ছাকৃতভাবে। কেউ কেউ আবার ইচ্ছা করেই। ব্যাটারের মনঃসংযোগ নষ্ট করার জন্য কৌশল হিসাবে এই পন্থা অবলম্বন করতেও দেখা যায় ফিল্ডিং টিমকে।
শনিবার এজবাস্টনে তখন ভারতের হয়ে ইনিংস ওপেন করে খেলছেন রোহিত শর্মা ও ঋষভ পন্থ। টসের সময় মনে করা হয়েছিল যে, প্রথম একাদশে প্রত্যাবর্তন ঘটানো বিরাট কোহলি ও রোহিত শর্মা ইনিংস ওপেন করবেন। কিন্তু শেষ মুহূর্তে পন্থকে দিয়ে ওপেন করিয়ে চমক দেয় ভারত।
৫ ওভারের মধ্যে ৪৯ রান যোগ করে ভারতের শুরুটা ভালই করেন রোহিত ও পন্থ। ঘটনাটি ভারতীয় ইনিংসের প্রথম ওভারের। ডেভিড উইলির বল মিড উইকেটে ঠেলে এক রান নিতে দৌড়েছিলেন পন্থ। রান নেওয়ার সময় উইলি তাঁর সামনে চলে আসেন। পন্থ রান সম্পূর্ণ করেই হিন্দিতে রোহিতকে জিজ্ঞেস করেন, সামনে এসে গিয়েছিল, ধাক্কা মেরে দেব?
Rishabh Pant asking " takkar mardu kya" 😭😭❤️ pic.twitter.com/4I4bIEx0ZJ
— time square 🇮🇳 (@time__square) July 9, 2022
রোহিতও খুনসুটিতে কম যান না। তিনিও হিন্দিতে বলে দেন, 'মেরে দে, আবার কী'। দুজনের সেই কথোপকথন স্টাম্প ক্যামেরায় ধরা পড়ে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। মাত্র ৪.৫ ওভারে ৪৯ রান যোগ করে ফেলেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপরই ব্যাটিং ধস। রিচার্ড গ্লিসনের বিধ্বংসী স্পেলে ৬১/৩ হয়ে যায় ভারত। তারপর নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। শেষে রক্ষাকর্তা হয়ে হাজির হলেন রবীন্দ্র জাডেজা। ২৯ বলে ৪৬ রান করে অপরাজিত রইলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। তাঁর ব্যাটের দাপটেই ইংল্যান্ডের বিরুদ্ধে (Ind vs Eng) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৭০/৮।
আরও পড়ুন: কোহলির স্লেজিংয়ে তিতিবিরক্ত বেয়ারস্টো ড্রেসিংরুমে পৌঁছেই বলে ফেলেছিলেন...