ENG vs AUS 1st Ashes Test: অজি বোলিং দাপটে ১৪৭-এই শেষ রুট বাহিনী, প্রথম দিনেই তাল কাটল বৃষ্টি
ENG vs AUS 1st Ashes Test: প্রতিপক্ষকে শরীরে তাক করা বল করেই এই পিচে বারবার আঘাত হেনেছেন অস্ট্রেলিয়ার ( australia) বোলাররা। এবারের অ্যাশেজের (ashes) প্রথম ম্যাচেও ঠিক সেরকমই হল।
ব্রিসবেন: গাব্বার মাঠ মানেই চেনা বাউন্স, গতির ছড়াছড়ি। প্রতিপক্ষকে শরীরে তাক করা বল করেই এই পিচে বারবার আঘাত হেনেছেন অস্ট্রেলিয়ার (australia) বোলাররা। এবারের অ্যাশেজের (ashes) প্রথম ম্যাচেও ঠিক সেরকমই হল। রীতিমতো দাপট দেখালেন অস্ট্রেলিয়ার বোলাররা। যার সুবাদে প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাটিং করতে নেমে মাত্র ১৪৭ রানে শেষ হয়ে গেল জো রুট বাহিনীর ব্যাটিং। ৫ উইকেট নিলেন প্যাট কামিন্স, ২ উইকেট নিলেন জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। ১ উইকেট পান ক্যামেরন গ্রিন।
এদিন টস জিতে প্রথম দিনে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। কিন্তু ম্যাচের প্রথম বলেই মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরে যান ররি বার্নস। ক্সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ইংল্যান্ড শিবির। হাসিব হামিদ ২৫ রান করেন। টোপ অর্ডারে ডাভিড মালান ৬ রান করে আউট হন। অধিনায়ক রুট ৯ বল ক্রিজে থাকলেও খতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। লোয়ার অর্ডারে ওলি পোপ ৩৫ ও জশ বাটলার ৩৯ রানের ইনিংস খেলেছিলেন। ক্রিস ওকস ২১ রান করেন। অজি পেসারদের মধ্যে সবচেয়ে ঘাতক ছিলেন নতুন অধিনায়কত্ব পাওয়া প্যাট কামিন্স। তিনি একাই ৫ উইকেট তুলে নেন এদিন।
শেষ পর্যন্ত মাত্র ১৪৭ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। তবে এরপরই আকাশ কালো হয়ে আসে ও বৃষ্টি নামা শুরু হয়। চা পানের বিরতির পর আর মাঠে নামা সম্ভব হয়নি। প্রায় ২ ঘন্টা অপেক্ষা করার পর শেষে আজকের খেলায় ইতি টানার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
এদিন অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয় অ্যালেক্স ক্যারির। অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্টে খেলছেন না জেমস অ্যান্ডারসন। চোট-আঘাত নয়, প্রথম টেস্টে অভিজ্ঞ ইংরেজ পেসারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, 'জিমি অ্যান্ডারসন খেলার মতো জায়গায় রয়েছেন। ওর কোনও চোট নেই। কিন্তু ছয় সপ্তাহে আমাদের পাঁচটি টেস্ট খেলতে হবে। তাই ওকে এই টেস্টে বিশ্রাম দেওয়া হল। দ্বিতীয় টেস্টে ও খেলবে। সেই পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি। ২০১৯ সালে এজবাস্টন টেস্টে যা হয়েছিল সেটা মাথায় রেখেই আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। অ্যান্ডারসন নিজেও চাননি।'