(Source: ECI/ABP News/ABP Majha)
Eng vs NZ 1st T20: বিশ্বকাপের প্রাথমিক দলে ব্রাত্য, টি-টোয়েন্টিতে ব্যাটে ঝড় তুলে যেন নীরব প্রতিবাদ ব্রুকের
Harry Brook: তিনি যে ব্যাট হাতে কতটা বিধ্বংসী হতে পারেন, আইপিএলে ইডেন গার্ডেন্সে প্রমাণ দিয়েছিলেন ব্রুক। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন।
চেস্টার লি স্ট্রিট: ওয়ান ডে ও টি-টোয়েন্টি - দুই ফর্ম্যাটেই তারা বিশ্বচ্যাম্পিয়ন। দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। তার আগে দুরন্ত ছন্দে ইংল্যান্ড। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অনবদ্য জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। ৭ উইকেটে কিউয়িদের দুরমুশ করে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল ইংল্যান্ড (england vs new zealand)।
ইংরেজদের যে জয়ের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে হ্যারি ব্রুক (Harry Brook)। তিনি যে ব্যাট হাতে কতটা বিধ্বংসী হতে পারেন, আইপিএলে ইডেন গার্ডেন্সে প্রমাণ দিয়েছিলেন ব্রুক। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন। তাঁর ব্যাটের ধাক্কায় কুপোকাত হয়েছিল শাহরুখ খানের নাইট শিবির। কার্যত একা হাতে ব্রুক ম্যাচ জিতিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদকে।
তবু ওয়ান ডে বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলে জায়গা পাননি ব্রুক। যে সিদ্ধান্ত হতবাক করেছে বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদেরও। ব্রুকের পরিবর্তে অগ্রাধিকার দেওয়া হয়েছে ডাভিড মালানকে। আর সেই উপেক্ষিত হওয়ার যন্ত্রণাই যেন বাইশ গজে ব্যাট হাতে বার করে দিচ্ছেন ব্রুক। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ২৭ বলে অপরাজিত ৪৩ রানেও যার প্রতিফলন। বিধ্বংসী ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা মেরেছেন ব্রুক।
Harry Brook and Brydon Carse guide England to a comfortable win in the first T20I. #ENGvNZ | 📝Scorecard: https://t.co/kXkv13RK45 pic.twitter.com/m5SiOWDpgB
— ICC (@ICC) August 30, 2023
প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড তুলেছিল ১৩৯/৯। ইংরেজ বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় নিউজ়িল্যান্ড। ব্যাট হাতে একমাত্র লড়াই করেন গ্লেন ফিলিপ্স। ৩৮ বলে ৪১ রান করেন তিনি। ফিন অ্যালেন ইনিংস ওপেন করতে নেমে ১৫ বলে ২১ রান করেন। কিউয়ি ব্যাটারদের মধ্যে আর কেউই বলার মতো রান পাননি। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন লিউক উড ও ব্রাইডন কার্স।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ৪২ বলে ৫৪ রান করে সর্বোচ্চ স্কোরার মালান। ১২ বলে ২২ রান করেন উইল জ্যাকস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন