এক্সপ্লোর
Advertisement
ইংল্যান্ড ফেভারিট হলেও ভারত, অস্ট্রেলিয়া খেতাবের অন্যতম দাবিদার, মনে করছেন ম্যাকগ্রা
‘ভারত ও ইংল্যান্ডকে হারানো কঠিন। তবে অস্ট্রেলিয়া যে ফর্মে আছে, আশা করি ওদের ফাইনালে দেখতে পাব। ভারতও খেতাবের দৌড়ে থাকবে।’
নয়াদিল্লি: এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকেই ফেভারিট মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা। তবে তাঁর মতে, ভারত ও অস্ট্রেলিয়া খেতাবের অন্যতম দাবিদার।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। তার আগে ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকগ্রা বলেছেন, ‘একদিনের ক্রিকেটে ইংল্যান্ড খুব ভাল দল। আমার মতে বিশ্বকাপে ওরাই ফেভারিট দল। আমার মনে হয় ওরা খুব ভাল খেলবে। আমি বোধহয় সারাজীবন পক্ষপাতদুষ্ট থাকতে পারব না। বর্তমান ফর্ম বিচার করতে হবে। ইংল্যান্ড দল যেভাবে খেলছে, তাতে আমি মুগ্ধ। অনেক রান করেছে ইংল্যান্ড। বেশিরভাগ দলই প্রথম ১৫ ওভার এবং শেষ ১৫ ওভারে দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করে। মাঝের ওভারগুলিতে এই দলগুলি কিছুটা মন্থর ব্যাটিং করে। তবে ভারত, ইংল্যান্ডের মতো দলগুলি পুরো ৫০ ওভারই ঝোড়ো ব্যাটিং করে। টি-২০ ক্রিকেটের প্রভাবেই এটা হয়েছে।’
ম্যাকগ্রা অবশ্য এটাও বলেছেন, ‘আমি বলিনি এবার ইংল্যান্ড বিশ্বকাপ জিতবে। যদিও নিজেদের দেশে ওদের হারানো কঠিন। তবে আশা করি অস্ট্রেলিয়া ভাল খেলবে। আমার মতে, এবারের বিশ্বকাপে সেরা দুই দল ইংল্যান্ড ও ভারত। এই দুই দলকে টক্কর দিতে পারে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সবসময় ভাল দল। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ভাল খেলতে পারে, আবার খারাপও খেলতে পারে। ভারত ও ইংল্যান্ডকে হারানো কঠিন। তবে অস্ট্রেলিয়া যে ফর্মে আছে, আশা করি ওদের ফাইনালে দেখতে পাব। ভারতও খেতাবের দৌড়ে থাকবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement