অকল্যান্ড টেস্টে কিন্তু জাঁকিয়ে বসেছে নিউজিল্যান্ড।
2/9
টেস্টে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার ব্রডের নতুন বলের সঙ্গী জেমস আন্ডারসন। ১৩৪ ম্যাচে তাঁর সংগ্রহ ৫২৩ উইকেট।
3/9
ঝুলিতে ৩৯৯ টি উইকেট নিয়ে কেরিয়ারের ১১৫ তম টেস্ট খেলা শুরু করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই তিনি ৪০০ তম উইকেট পেয়ে যেতে পারতেন। কিন্তু জীত রাভালের ব্যাটের কানা ছুঁয়ে আসা ক্যাচ স্লিপে ফেলে দেন অধিনায়ক জো রুট।
4/9
অকল্যান্ড টেস্টের প্রথম দিন ব্রড যখন ল্যাথামকে আউট করেন তখন ইংল্যান্ডের প্লেয়াররা ছুটে এলে তাঁকে অভিনন্দন জানান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোরের লজ্জার দিন ব্রডের এই কৃতিত্ব কিছুটা স্বস্তি দেয় ইংল্যান্ডকে।
5/9
সব বোলারের মধ্যে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন ও ভারতের হরভজন সিংহ ব্রডের থেকেও কম বয়সে ৪০০ উইকেট দখল করেছেন।
6/9
অকল্যান্ড টেস্টের প্রথম দিন নিউজিল্যান্ডের টম ল্যাথামকে আউট করে ৪০০ তম উইকেট স্টেইনকে ছাপিয়ে গেলেন ব্রড।
7/9
এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেইল স্টেইনের দখলে। ২০১৫-তে ৩২ বছর ৩৩ দিন বয়সে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ৪০০ তম উইকেট দখল করেছিলেন স্টেইন।
8/9
এরইমধ্যে ৩১ বছর ২৭১ দিন বয়সে টেস্ট ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম পেসার হিসেবে অকল্যান্ডে ৪০০ উইকেট সংগ্রহের কৃতিত্বের অধিকারী হলেন ব্রড।
9/9
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিন-রাতের টেস্ট ক্রিকেট ম্যাচে ইংল্যান্ড দলের অন্ধকারে আলোর একমাত্র উত্স হয়ে উঠলেন স্টুয়ার্ট ব্রড। উল্লেখ্য, এই টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।