![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
নতুন দায়িত্ব পেলে উপভোগ করি: কে এল রাহুল
রাজকোটে ৫২ বলে বিধ্বংসী ৮০ রানের ইনিংস। তারপর গ্লাভস হাতে দুরন্ত স্টাম্পিং।
![নতুন দায়িত্ব পেলে উপভোগ করি: কে এল রাহুল Enjoying being given different responsibilities: Rahul নতুন দায়িত্ব পেলে উপভোগ করি: কে এল রাহুল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/05/29095627/k-l-rahul.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজকোট: নতুন দায়িত্ব পেলে তিনি তা সানন্দচিত্ত গ্রহণ করেন এবং সেই অনুযায়ী ভূমিকা পালন করেন বলে জানালেন কে এল রাহুল। রাজকোটে ৫২ বলে বিধ্বংসী ৮০ রানের ইনিংস। তারপর গ্লাভস হাতে দুরন্ত স্টাম্পিং। শুক্রবার দিনটা ছিল রাহুলের। এদিন খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে রাহুল বললেন, প্রতিদিন আমাকে নতুন দায়িত্ব দেওয়া হয়। আমি তা ভালবাসি। ওপেনিংয়ে স্বাচ্ছন্দ্য তিনি। আগের ম্যাচে তিন নম্বর। এদিন পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন রাহুল। স্বভাবতই, নিজের গেমপ্ল্যান পরিবর্তন করতে হয় যে কোনও ব্যাটসম্যানকে। রাহুল বললেন, আমি প্রথমে কয়েকটা বল দেখে খেলার চেষ্টা করি। যখন দেখলাম, ব্যাটে-বলে ভাল সংযোগ হচ্ছে, তখন নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছি। সেই সময় কোন পজিশনে আপনি নেমেছেন, তা মন থেকে সরে যায়। নিজের উইকেটকিপিং নিয়েও উচ্ছ্বসিত রাহুল। বলেন, গত কয়েক মাসে কর্ণাটকের হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাতে হয়েছে। তিনি বলেন, নতুন দায়িত্ব পেলে আমি তা সানন্দচিত্ত গ্রহণ করি এবং সেই অনুযায়ী ভূমিকা পালন করি এবং সর্বদা উপভোগ করি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)