(Source: Poll of Polls)
Eoin Morgan Retirement: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান
Eoin Morgan: আইসিসির (ICC) তরফেরও সোশ্য়াল মিডিয়ায় মর্গ্যানের অবসরের সিদ্ধান্তের খবরে পোস্ট করে তাতে সিলমোহর দেওয়া হয়েছে। দেশের জার্সিতে শেষ ২৮টি ম্যাচে মাত্র ২টো অর্ধশতরান হাঁকিয়েছে
লন্ডন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান। গতকালই শোনা গিয়েছিল যে মঙ্গলবারই হয়ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মর্গ্যান। সেই সম্ভাবনাই সত্যি হল। আইসিসির (ICC) তরফেরও সোশ্য়াল মিডিয়ায় মর্গ্যানের অবসরের সিদ্ধান্তের খবরে পোস্ট করে তাতে সিলমোহর দেওয়া হয়েছে।
View this post on Instagram
বিশ্বকাপ জিতেছিলেন মর্গ্যান
২০১৯ সালে প্রথমবার ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৫ সাল থেকে নেতৃত্বভার নিয়ে প্রায় সাড়ে সাত বছর অধিনায়কের দায়িত্ব সামলেছেন তিনি। মর্গ্যানের নেতৃত্বেই খেতাব ঘরে তুলেছিল ব্রিটিশরা। টেস্ট ক্রিকেটে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি খেলেন না। তবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক ছিলেন মর্গ্যান। কিন্তু দেশের জার্সিতে শেষ ২৮টি ম্যাচে মাত্র ২টো অর্ধশতরান হাঁকিয়েছেন মর্গ্যান। এছাড়া ফিটনেসও তাঁর সঙ্গ দিচ্ছে না অনেক দিন ধরেই। উল্লেখ্য, এক সাক্ষাৎকারে মর্গ্যান আগে বলেছিলেন, "আমি যদি মনে করি দলের জন্য অবদান রাখতে পারছি না বা যদি মনে হয় ভাল পারফরম্যান্স করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তা হলে আমি সেখানেই কেরিয়ারে ইতি টেনে দেব।" মর্গ্যান সরে দাঁড়ানোয় সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন জস বাটলার।
আরও পড়ুন: ব্রিটিশ ফটোগ্রাফারের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিরাট, এরপর কী হল?