Euro 2020 Update: রোনাল্ডোদের সামনে বেলজিয়াম, জার্মানির কাঁটা ইংল্যান্ড, রুদ্ধশ্বাস লড়াইয়ের চিত্রনাট্য শেষ ষোলোয়
ইউরো কাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। টানটান উত্তেজনার পর প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ১৬টি দল। হাঙ্গেরির মতো কোনও কোনও দল আবার সাড়া জাগিয়েও অল্পের জন্য নক আউটে উঠতে পারেনি।
প্যারিস: ইউরো কাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। টানটান উত্তেজনার পর প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ১৬টি দল। হাঙ্গেরির মতো কোনও কোনও দল আবার সাড়া জাগিয়েও অল্পের জন্য নক আউটে উঠতে পারেনি।
শেষ ষোলোয় এবার টানটান লড়াইয়ের চিত্রনাট্য তৈরি। কেমন হল প্রি কোয়ার্টার ফাইনালের লাইন আপ? কারা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে? ফেভারিটই বা কারা, আসুন দেখে নেওয়া যাক।
২৬ জুন শুরু হচ্ছে শেষ ষোলোর ম্যাচ। সেদিন ভারতীয় সময় রাত সাড়ে ন'টায় গ্যারেথ বেলের ওয়েলসের মুখোমুখি ড্যানিশ ডিনামাইট ডেনমার্ক। এ ও বি গ্রুপের রানার্স দুই দলের লড়াই। সেদিনই ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় ফেভারিট ইতালির মুখোমুখি অস্ট্রিয়া। তবে পরের দিন আরও উত্তেজক লড়াই অপেক্ষা করে রয়েছে। সেদিন প্রথম ম্যাচে ডাচদের সামনে চেক প্রজাতন্ত্র। আর রাতের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের সামনে দুরন্ত ছন্দে থাকা বেলজিয়াম। যাদের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে।
স্পেনের লড়াইও সহজ নয়। বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার প্রি কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ। ফ্রান্সের সামনে সুইৎজ়ারল্যান্ড। ২৯ জুন ফের এক মারকাটারি লড়াই। সেদিন রাত সাড়ে ন'টায় জার্মানির সামনে হ্যারি কেনের ইংল্যান্ড। সুইডেনের প্রতিপক্ষ ইউক্রেন।
প্রি কোয়ার্টার ফাইনালের পূর্ণাঙ্গ সূচি
২৬ জুন ওয়েলস বনাম ডেনমার্ক রাত ৯.৩০
ইতালি বনাম অস্ট্রিয়া রাত ১২.৩০
২৭ জুন নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র রাত ৯.৩০
বেলজিয়াম বনাম পর্তুগাল রাত ১২.৩০
২৮ জুন ক্রোয়েশিয়া বনাম স্পেন রাত ৯.৩০
ফ্রান্স বনাম সুইৎজ়ারল্যান্ড রাত ১২.৩০
২৯ জুন ইংল্যান্ড বনাম জার্মানি রাত ৯.৩০
সুইডেন বনাম ইউক্রেন রাত ১২.৩০
*সব ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী। খেলা দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।