Portugal vs France: টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে শেষ চারে ফ্রান্স, ইউরো সফর শেষ রোনাল্ডোর
Euro 2024 Quarterfinal: নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি দুই দলের কেউই। তাতেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়েও গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
Euro Cup 2024: আট বছর আগে ফ্রান্সকে (France) এক-শূন্য গোলে হারিয়ে ইউরোপ (Europe) জয় করেছিল পর্তুগাল (Portugal)। কিন্তু হ্যামবার্গে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল না। বরং এমব্যাপেদের কাছে হেরে সেমিফাইনালের আগে ছিটকে গেলেন রোনাল্ডোরা। ফ্রান্স বনাম পর্তুগালের খেলায় দুই দলকে ছাপিয়ে রোনাল্ডো বনাম এমব্যাপের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা।
নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি দুই দলের কেউই। তাতেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এরপরও ম্যাচ গোলশূন্য থাকায়, খেলা গড়ায় টাইব্রেকারে। পর্তুগালকে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফ্রান্স।
ম্যাচে প্রথমার্ধে খেলার নিরিখে এগিয়ে ছিল পর্তুগাল। গোলের বেশ কিছু সম্ভাবনা তৈরি করলেও ১২০ মিনিটের মধ্যে জালে বল ঢোকাতে পারেননি রোনাল্ডোরা।
ম্যাচের প্রথমার্ধে তেমন আক্রমণ-প্রতিআক্রমণ না হলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে খেলা। যদিও ম্যাচের ৬০ মিনিটের পর দুটি দারুণ সুযোগ তৈরি করে পর্তুগাল। ব্রুনো ফার্নান্ডেজ পেনাল্টি বক্সে ঢুকে শট নিলেও ফ্রান্সের গোলকিপার মাইক মেইগনান ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আটকান বল। এরপর পোস্টের পাশ থেকে শট নেন রোনাল্ডো। পায়ের জাদুতে বল জালে পাঠাতে চাইলেও ফ্রান্সের গোলকিপার আটকে দেন সেই বলও।
🇫🇷 France are faultless in the penalty shootout to advance 👏#EURO2024 | #PORFRA pic.twitter.com/6jdxFKs3XM
— UEFA EURO 2024 (@EURO2024) July 5, 2024
আরও পড়ুন, ঘরের মাঠে ফের হতাশাই সঙ্গী জার্মানির, রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ইউরোর সেমিফাইনালে স্পেন
এরপর অ্যাটাক শুরু করে ফ্রান্সও। যদিও বল রিসিভের ক্ষেত্রে সমস্যা হয় বেশ কিছু। পেনাল্টি বক্সের মধ্যে থেকেও তাড়াহুড়োয় দুটি শট বাইরে পাঠান ফ্রান্সের প্লেয়াররা। নির্ধারিত নব্বই মিনিটে গোলশূন্যই থাকে ম্যাচ। অতিরিক্ত সময়ে পর্তুগালের সামনে ভাল সুযোগ থাকলেওন শট নিয়ে জালের বাইরে বল বের করে দেন পর্তুগালরা।
পেনাল্টি শুটআউটে পর্তুগালের হয়ে পেনাল্টি মিস করেন জোয়াও ফেলিক্স। ফ্রান্স জিতল ৫-৩ গোলে। এবার সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হতে হবে তাঁদের।
আগামী মঙ্গলবার মিউনিখে প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। এছাড়া প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারায় স্পেন। তারাও খেলবে সেমিফাইনাল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে