Euro Cup, Italy vs Wales: গোলের বন্যা বইয়ে আজ ফের নামছে ইতালি, কখন, কোথায় দেখবেন ম্যাচ
রবিবার একই সময় এই গ্রুপের আর এক ম্যাচে মুখোমুখি হচ্ছে তুরস্ক ও সুইৎজ়ারল্যান্ড। ম্যাচে সুইৎজ়ারল্যান্ড বড় ব্যবধানে জিতলে আর ইতালি ওয়েলসকে বড় ব্যবধানে হারালে তবেই শেষ ষোলোর দরজা খুলতে পারে সুইসদের সামনে।
রোম: দুই ম্যাচে ৬ গোল। আক্রমণাত্মক ফুটবলে ইউরো কাপে ফুল ফোটাচ্ছে ইতালি। প্রি-কোয়ার্টার ফাইনালে আগেই জায়গা করে নিয়েছে রবার্তো মানচিনির দল। রবিবার সুপার সানডে-তে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির প্রতিপক্ষ গ্যারেথ বেলের ওয়েলস।
এবারের ইউরোয় এ যেন একেবারে অচেনা ইতালি। যে দলটা ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতেই পারেনি, তারাই এখন ইউরোর মঞ্চে ফুল ফোটাচ্ছে। এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে রবার্তো মানচিনির দল। ইউরোর প্রথম দল হিসেবে পরের পর্বে পৌঁছেছে ইতালি।
যোগ্যতা অর্জন পর্বের খেলায় টানা ১০ ম্যাচ জিতে মূলপর্বে খেলতে এসেছিল ইতালি। আর সেই ধারাটাই পরের পর্বেও ধরে রেখেছে তারা। তুরস্কের পর সুইজারল্যান্ডকেও সহজে হারিয়েই শেষ ষোলোয় পৌঁছেছেন কিয়েলিনিরা। তুরস্কের পর সুইজারল্যান্ডকেও ৩-০ ব্যবধানে হারিয়েছে ইতালি।
ইতালির ফুটবল মানেই রক্ষণ জমাট বেঁধে প্রতি আক্রমণ নির্ভর খেলা। আজুরিদের যে কৌশল বিশ্ব ফুটবলের একটা ঘরানায় পরিণত হয়ে গিয়েছে। তবে মানচিনির ইতালি সেই ধারা পাল্টে দিয়েছে। জমাট রক্ষণের পাশাপাশি এখন আক্রমণেও ফুটছে ইতালি। ইউরো কাপে ২ ম্যাচে ৬ গোল যার প্রমাণ।
রবিবার ইতালির সামনে ওয়েলস। যারা আগের ম্যাচে তুরস্ককে হারিয়েছে। সেই ম্যাচে পেনাল্টি নষ্ট করেছিলেন ওয়েলসের সেরা তারকা গ্যারেথ বেল। যদিও তাতে ওয়েলসের জয় আটকায়নি। দুই অর্ধের দু'টি গোলে ২-০ ব্যবধানে তুরস্ককে পরাজিত করে ওয়েলস। সেই সঙ্গে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে ইতালির ঠিক পিছনেই রয়েছে তারা।
কখন-কোথায় দেখবেন ম্যাচ: ইতালি বনাম ওয়েলস ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। ভারতীয় রাত ৯.৩০-এ খেলা শুরু।