(Source: ECI/ABP News/ABP Majha)
Ashwin on Rohit: 'সকলেই বলবেন ধোনি সেরা অধিনায়ক, কিন্তু রোহিত শর্মা...', হিটম্যানকে নিয়ে যা বললেন অশ্বিন....
ODI WC 2023 : বিশ্বকাপে রোহিতের অধিনায়কত্ব বহুল প্রশংসিত। প্রত্যেক ম্যাচেই কার্যত সেরার মতো শুরু করেছে দল
কলকাতা : টি২০ থেকে আপাতত নিজেকে সরিয়ে রাখছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেট থেকেও নিয়েছেন বিরতি। এই পরিস্থিতিতে যখন রোহিত-ভক্তরা তাঁর সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে মুখিয়ে আছেন, সেই সময় রোহিত নিজে অধিনায়কত্ব চালিয়ে যাবেন কি না তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। রোহিতের নেতৃত্বে দল বিশ্বকাপ জিততে ব্যর্থ হলেও, ভারতের পারফরম্যান্সে হতাশ নয় ভারতীয় ক্রিকেট ভক্তরা, এটা পরিষ্কার। ঠিক এরকম একটা সময়ে অধিনায়ক রোহিতকে প্রশংসায় ভরিয়ে দিলেন তাঁর দলেরই অন্যতম সদস্য আর আশ্বিন। অধিনায়ক, ক্রিকেটার ও মানুষ হিসাবে রোহিত কেমন...তার ব্যাখ্যা দিলেন টিম ইন্ডিয়ার এই সফল স্পিনার।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, "যদি আপনি ভারতীয় ক্রিকেটের দিকে তাকান, তাহলে দেখবেন সকলেই বলছে, এমএস ধোনিই হচ্ছেন সেরা অধিনায়ক। (কিন্তু), রোহিত শর্মা একজন অসাধারণ মানুষ। উনি দলের প্রত্যেক খেলোয়াড়কে বোঝেন। আমাদের প্রত্যেকের ভাল লাগা-খারাপ লাগা জানেন। প্রত্যেক খেলোয়াড়কে ব্য়ক্তিগতভাবে জানার চেষ্টা করেন।"
বিশ্বকাপে রোহিতের অধিনায়কত্ব বহুল প্রশংসিত। প্রত্যেক ম্যাচেই কার্যত সেরার মতো শুরু করেছে দল। এমনকী ফাইনালেও। কিন্তু, শেষ হাসি হাসে অস্ট্রেলিয়া। অশ্বিন ফাইনালে খেলবেন বলে চর্চা শুরু হয়েছিল। যদিও তা হয়নি। বেঞ্চ থেকেই দলকে উৎসাহিত করার প্রস্তুতি নিয়েছিলেন অন্যতম সেরা এই স্পিনার।
অশ্বিন বলেন, "আমার ফাইনাল খেলার বিষয়ে বলতে গেলে, অনেকটা অন্যের জুতোয় নিজের পা গলানোর মতো এবং তাঁর দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা দেখা। আমি যদি রোহিতের জায়গায় থাকতাম, তাহলে উইনিং কম্বিনেশন ভাঙার আগে একশোবার ভাবতাম। দলের পক্ষে সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, তাহলে একজন ফাস্ট বোলারকে বসিয়ে কেন তিনজন স্পিনার খেলানো হবে ? সত্যি কথা বলতে, আমি রোহিতের চিন্তাধারাটা বুঝেছিলাম। ফাইনালে খেলাটা বড় ব্যাপার, আমি তিন দিন ধরে তার প্রস্তুতিও নিচ্ছিলাম। একই সময়ে, দলকে উৎসাহিত করার প্রস্তুতিও নিচ্ছিলাম। মানসিকভাবে আমি সেটার জন্য প্রস্তুত ছিলাম।"
প্রসঙ্গত, টি২০-তে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া সত্ত্বেও, দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ক্রিকেট থেকে বিসিসিআইয়ের কাছে বিরতির আবেদন জানিয়েছিলেন রোহিত শর্মা। ওই সফরেই দুটি টেস্টের জন্য সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। ডিসেম্বরের ২৬ থেকে যা শুরু হবে। এদিকে সীমিত ওভারের ক্রিকেট থেকে ব্রেক চেয়েছেন বিরাট কোহলিও। এই পরিস্থিতিতে টি২০ ও একদিনের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবেন যথাক্রমে সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। তবে, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে খেলতে রোহিত যদি রাজি থাকেন, তাহলে পরের বছর অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপের জন্য সহজাত পছন্দ থাকবেন না হার্দিক পাণ্ড্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।