এক্সপ্লোর
Advertisement
অবসর, বিবাহ বিচ্ছেদ আত্মহত্যাপ্রবণ করেছিল, আত্মজীবনীতে স্বীকারোক্তি ব্র্যাড হগের
সিডনি: ক্রিকেট থেকে অসময়ে অবসর এবং বিবাহ বিচ্ছেদের ফলে অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁহাতি স্পিনার ব্র্যাড হগ মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন। আত্মজীবনীতে সে কথা প্রকাশ করেছেন ৪৫ বছর বয়সি এই ক্রিকেটার।
আজ প্রকাশিত হয়েছে হগের আত্মজীবনী ‘দ্য রং আন’। সেই বইয়ে হগ লিখেছেন, ‘প্রাক্তন স্ত্রী আন্দ্রিয়ার সঙ্গে বিবাহিত সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ২০০৭-০৮ মরশুমে আমার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। কিন্তু তাতেও বিয়ে টেকেনি। ভাল না লাগায় চাকরি পেয়েও সেটা ছেড়ে দিই। এরপর আমি মদের নেশায় ডুবে গিয়েছিলাম। একদিন ফ্রেমান্টলে সমুদ্র সৈকতে গাড়ি রেখে হাঁটতে যাই। সমুদ্রের দিকে তাকিয়ে আমার মনে হয়, পাথরের দেওয়াল টপকে সাঁতার কেটে দূরে চলে যাই। যদি ফিরে আসি ভাল, না হলে সেটা আমার দুর্ভাগ্য হবে। আমি নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিলাম। চার বার আমি ওই জায়গায় গিয়ে একই কথা ভেবেছিলাম। কিন্তু ভাবা আর করে দেখানো সম্পূর্ণ আলাদা বিষয়। সেই কারণেই আত্মহত্যা করা হয়নি।’
জনপ্রিয় ক্রিকেটার হগ ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। আচমকা অবসর নিলেও, ২০১১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে আসেন তিনি। ২০১২ সালে ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচেও খেলেন তিনি। পরে টি-২০ বিশ্বকাপ, বিগ ব্যাশ, আইপিএল-ও খেলেছেন এই স্পিনার। এখনও তিনি বিগ ব্যাশে খেলছেন। মানসিক অবসাদ পুরোপুরি কাটিয়ে উঠেছেন হগ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement